প্রবল বৃষ্টিতে ফের বিপর্যস্ত মুম্বাই। পুনে, থানে, পালঘরের মতো একাধিক শহর জলমগ্ন হয়ে পড়েছে।
মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় এবং শহরে লাল সর্তকতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।
আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানা হয়েছে, রবিবার কয়েক ঘন্টা টানা বৃষ্টি হয় মহারাষ্ট্রের বিভিন্ন জেলায়। আগামী কয়েকদিন একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেপ্টেম্বর মাসে একই ভাবে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল মুম্বাইয়ের জনজীবন। এক মাসে ব্যবধানে ফের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মুম্বাই শহর। উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন গোটা বিষয়ের উপর প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে এবং পরিস্থিতি মোকাবিলা চেষ্টা চালানো হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে।
Mumbai Rain
বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই

×
Comments :0