ঘূর্ণিঝড় 'মন্থা' শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিনত হয়েছে। দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকায় বর্তমানে অবস্থান করছে। এটি পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড়ের দিকে প্রায় উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দুর্বল হয়ে নিম্নচাপ পরিণত হবে। যদিও সরাসরি ঘূর্ণিঝড় মন্থার কোনও প্রভাব পড়েনি পশ্চিমবঙ্গের উপর। তবে পরোক্ষ প্রভাব পড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এছাড়াও বৃহস্পতিবার এ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়া সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের চার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিঙ, কালিম্পঙ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই চার জেলায় 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও কোচবিহারে ও উত্তর দিনাজপুর জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বৃষ্টি হবে মালদা, দক্ষিণ দিনাজপুরে। আগামী রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।
বৃহস্পতিবার সকালে দফায় দফায় আকাশ অন্ধকার করে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে। হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার। শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায়। বৃষ্টির সাথে বইতে পারে ঝড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
Comments :0