সোমবার আইএসএলে ঘরের মাঠে নামবে খালিদ জামিলের জামশেদপুর এফসি। তাদের প্রতিপক্ষ হায়দরাবাদ । খেলা শুরু সন্ধ্যা ৭: ৩০ টায়।
আইএসএলের একমাত্র ভারতীয় কোচ খালিদ জামিলের কোচিংয়ে শুরুটা বেশ ভালই করেছে ' স্টিল সিটি '। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৯।
সোমবার সন্ধ্যার ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগানকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসতে চাইবে জামশেদপুর। দারুণ ফর্মে রয়েছেন জর্ডান মারে, জাভি হার্নান্দেজরা। গত ম্যাচে ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে পরাজিত করেছে খালিদ জামিলের ছেলেরা । আত্মবিশ্বাস রয়েছে তুঙ্গে। তাই দুর্বল হায়দরাবাদকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসায় লক্ষ্য।
অন্যদিকে হায়দরাবাদ দলে তারুণ্যের ছড়াছড়ি। কোচ থানবই সিংটো ভরসা রেখেছেন পাহাড়ি ছেলেদের প্রতি। দলে একমাত্র বিদেশী ফুটবলার সাই গোদার্ড রয়েছেন। রক্ষণে আলেক্স সাজির মতো খেলোয়াড়রা রয়েছেন। তাই কাজ মোটেই সহজ হবে না জামশেদপুরের। ৩ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে সর্বশেষ দল ইস্টবেঙ্গলের ঠিক ওপরেই অবস্থান করছে তারা। ম্যাচটি থেকে অন্তত ১ পয়েন্ট পাওয়ার লক্ষ্যে নামবে ‘নিজামস’।
ISL
আইএসএলে জামশেদপুরের মুখোমুখি হায়দরাবাদ
×
Comments :0