শনিবার আইএসএলের ম্যাচে মহামেডানের মুখোমুখি হাইদরাবাদ এফসি। কিশোরভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু সন্ধ্যা ৭ : ৩০ টায়।
ঘরের মাঠে কেরালার বিরুদ্ধে হারের পর এই ম্যাচটিকেই ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে বেছে নিতে চায় আন্দ্রে চেরিশনভের মহামেডান। বিপক্ষ দলে বেশীরভাগই জুনিয়র ফুটবলাররা থাকলেও থানবয় সিংটোর দলকে একেবারেই হাল্কাভাবে নিতে চাইছে না মহামেডান। কাশিমোভ, আলেক্সিসের দল যেকোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারে। হাইদরাবাদের সাই গদার্ডকে বিশেষ নজরে রাখতেই হবে সাদাকালো ব্রিগেডকে। শনিবার আইএসএলের অপর ম্যাচে গুয়াহাটিতে নর্থইস্টের মুখোমুখি হবে জামশেদপুর । ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে এই খেলা শুরু বিকেল ৫ টায়।
মন্তব্যসমূহ :0