Imran Khan

বিক্ষোভের মধ্যে জেলবন্দি ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি বোনকে

আন্তর্জাতিক

আদিয়ালা জেলে বোন উজমা খানুমকে দেখা করার অনুমতি দেওয়া হলো। সংবাদসংস্থা জানিয়েছে, আজমা খানুমের সঙ্গে ছিলেন ইমরান খানের দল পিটিআই’র সমর্থকরা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা বিক্ষোভে নামেন। ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে বড় বিক্ষোভ হয়েছে বলে জানাচ্ছে সংবাদসংস্থা। দুই শহরেই জমায়েতে নিষেধাজ্ঞা ভেঙে প্রতিবাদ জানান ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই)। 
রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ২০২৩’র আগস্ট থেকে বন্দি রয়েছে ইমরান খান। তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছিল প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রশাসন।
ইসলামাবাদ হাই কোর্টের সামনেও মঙ্গলবার হয়েছে বিক্ষোভ। গত কয়েকদিন ধরেই প্রশ্ন উঠেছে ইমরান খান এখন কোথায়। বন্দি ইমরানের সঙ্গে দীর্ঘদিন দেখা করতে না দেওয়ার অভিযোগ তোলেন তাঁর দুই বোন। এর মধ্যে খবর ছড়ায় যে ইমরান খান জেলেই মারা গিয়েছেন। সংবাদমাধ্যমে এমন আশঙ্কা জানিয়েছেন তাঁর পুত্রও। 
গত প্রায় দু’সপ্তাহ ধরে খানের দুই পুত্র এবং পরিবার দেখা করার আর্জি জানিয়েছে বলে অভিযোগ পিটিআই’র। ইমরানের দল বলেছে পরিবারের সদস্যদেরও দেখা করতে দেওয়া হচ্ছে না। 
ইমরান খান এবং তাঁর দলের বক্তব্য, দুর্নীতির মিথ্যা অভিযোগে তাঁকে কারাবন্দি করা হয়েছে। এমন একাধিক অভিযোগ দায়ের করে রেখেছে শেহবাজ শরিফ প্রশাসন। 
এদিকে বিক্ষোভের আঁচ পেয়ে রাওয়ালপিন্ডি প্রশাসন সোমবার থেকে তিনদিন বড় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। ইসলামাবাদেও জারি হয়েছে একই নিষেধাজ্ঞা। ইসলামাবাদের প্রশাসন জানিয়েছে নিষেধাজ্ঞা তোলা আগামী জানুয়ারিতে।   
২০২২-র নির্বাচনে ইমরান খান পরাজিত হন। তার এক বছরের মধ্যে একের পর এক অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। ইমরান খানকে পাকিস্তানের সেনার ‘পছন্দের’ বলেই বিবেচনা করে বিভিন্ন অংশ। তবে মেয়াদের পরের পর্বে সেনার সঙ্গেই তাঁর বিভিন্ন বিষয়ে বিবাদ বাঁধে।

Comments :0

Login to leave a comment