গোটা বিশ্বের সামনে জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের প্রভাব যে শুধুমাত্র পরিবেশের ওপর পড়ছে, তা নয়। সমগ্র মানব সমাজের ওপর এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বদলে যাচ্ছে আবহাওয়া। বদলাচ্ছে জীব বৈচিত্র। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জলবায়ু পরিবর্তনের সাথে কিভাবে মোকাবিলা করা যায়। তার জন্য বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা সহ সাধারণ মানুষের কি করনীয় সেই বিষয়কে কেন্দ্র করে বিশ্বব্যাঙ্কের সহায়তায় দু’দিনের আলোচনা সভা আয়োজন করেছে কেরালা সরকার।
বুধবার থেকে শুরু হয়েছে এই সম্মেলন। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বিভিন্ন সংস্থা, শিল্পপতিরা এই সম্মেলনে যোগ দিয়েছেন।
জলবায়ু পরিবর্তনের ফলে মানব সভ্যতার সামনে যেই সব প্রতিবন্ধকতা উঠে এসেছে তা উঠে এসেছে আলোচনায়। এর পাশাপাশি এই সমস্ত প্রতিবন্ধকতাকে মাথায় রেখে এবং পরিবেশ বান্ধব বিনিয়োগ কিভাবে করা যেতে পারে তা নিয়েও হচ্ছে আলোচনা।
Comments :0