শনিবার এইচএফ বা AHF ( এশিয়ান হকি ফেডারেশন ) মেন্স এশিয়া কাপের ম্যাচে নামবে ভারত। তাদের প্রতিপক্ষ চীন। এর আগে এই প্রতিযোগিতার গ্ৰুপ পর্যায়ে চীন ৪-৩গোলে হারিয়েছিল ভারতকে। তাই এবার প্রতিশোধের এই ম্যাচ জিতেই ফাইনালে জায়গা করে নিতে চান হার্দিক সিংরা। তবে ফাইনালের দরজা খুলতে ক্রেগ ফুল্টনের দলের সামনে রয়েছে অনেক অঙ্ক। চীনের বিরুদ্ধে জয় অথবা ড্র করতে পারলেই সরাসরি ফাইনালে খেলবে ভারত। ভারত হেরে গেলেও তাদের সুযোগ থাকবে । যদি মালয়েশিয়া হেরে যায় অথবা ড্র করে। যদি ভারত হেরে যায় এবং মালয়েশিয়া জিতে যায় তাহলে চীন ও মালয়েশিয়া যাবে ফাইনালে । যদি ভারত জেতে ও মালয়েশিয়া ড্র করলে চীন ও ভারত খেলবে ফাইনালে।
AHF Asia Cup 2025
ফাইনালে যাওয়ার ক্ষেত্রে চীনের বাধা টপকাতে হবে ভারতকে

×
মন্তব্যসমূহ :0