Asia Cup 2025

ভারতের কাছে হারল পাকিস্তান

খেলা

রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শাহিবজাদা ফারহাদের ৫০ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা ও শুভমান গিলের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ভারত। ৩৯ বলে ৭৪ রানের দারুণ এক ইনিংস খেলেন অভিষেক। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় পায় ভারত। 
এদিন ভারত-পাক দ্বৈরথে ম্যাচ শেষে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করেই মাঠ ছাড়লেন ভারতীয় ক্রিকেটাররা। টসের সময়ও সূর্য যাদব হাত মেলাননি পাক অধিনায়কের সঙ্গে। সুপার ফোরের নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ছ’ উইকেটে উড়িয়ে দেওয়ার পরও, কেন পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করে হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মা নিজেদের মধ্যে কথা বলতে বলতে ড্রেসিংরুমে ফিরলেন! যা নিয়ে ফের বিতর্কের ঢেউ উঠল ক্রিকেট মহলে। 
করমর্দন বিতর্কের মধ্যেই ক্রিকেটপ্রেমীরা মজে অভিষেক সিংয়ের ব্যাটিংয়ে। ৩৯ বলে ৭৪ রানের ইনিংস খেলে পাক বোলিং লাইন আপকে একাই ধ্বংস করে দিলেন যুবরাজ সিংয়ের ছাত্র। পাওয়ার হিটিং-টাইমিংয়ের মিশেলে দৃষ্টিনন্দন সমস্ত শট খেলে অভিষেক বিনোদন দিলেন দর্শকদের। ফিল্ডিংয়ে জোড়া ক্যাচ ফেললেও ব্যাট হাতে পুষিয়ে দিলেন ঠিক। গ্রুপ পর্বে স্টার্ট পেলেও, বড় ইনিংস খেলতে ব্যর্থ হচ্ছিলেন ভুল শট নির্বাচন করে! আসল ম্যাচেই জ্বলে উঠলেন। আউট হওয়ার আগে অবধি খারাপ বলগুলিকে নিয়মিত ব্যবধানে বাউন্ডারির বাইরে ফেললেন অনায়াসে। যেভাবে এগোচ্ছিলেন শতরান বাধা ছিল তাঁর। ফের একই ভুল। মনসংযোগের ব্যাঘাত। লুজ বল বাউন্ডারির বাইরে পাঠানোর লোভ সামলাতে না পেরে প্যাভিলিয়নে ফিরলেন অভিষেক। এবারে এশিয়া কাপে তিনিই সর্বাধিক রানের মালিক। 
এদিনও তাঁর স্ট্রাইক রেট প্রায় একশো নব্বই। অভিষেকের কারণেই রান তাড়া সহজ হয়ে যায় ভারতের পক্ষে। তাঁকে যোগ্য সঙ্গত শুভমন গিলের। তিনিও আগ্রাসী মেজাজে ব্যাটিং করলেন। প্রথম উইকেটের জুটিতে উঠল ১০৫। দশ ওভার শেষ হওয়ার আগেই। তাঁদের সৌজন্যেই পাক বোলাররা পালটা চাপ তৈরি করতে পারেননি।  ২৮ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ফেরেন গিল। তবে অভিষেক দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েই আউট হন। তখন ভারতের জিততে বাকি ছিল ৫০ রানের কম। সূর্যকুমার শূন্য রানে আউট। সঞ্জু স্যামসন (১৩)। পরপর উইকেট হারিয়ে চাপ তৈরি হলো ভারতের ওপর। তবে  তিলক বর্মা ( অপরাঃ ৩০) ও ভরসাযোগ্য হার্দিক পান্ডিয়া ( অপরাঃ৭) দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। ৭ বল বাকি থাকতেই বৈতরণী পার ভারতের।  ১.১ ওভার বাকি থাকতে জয়ের রান তাড়া করে জয় ছিনিয়ে নেয় ভারত।

Comments :0

Login to leave a comment