Asia Cup

শেষ ওভারে জয়ের রান, এশিয়া কাপ জিতল ভারত

খেলা

ম্যাচ জেতালেন তিলক বর্মা। শেষ ওভারে হ্যারিস রউফকে পেল্লাই ছক্কা হাঁকিয়ে ভারতের জয়ের পথ মসৃণ করেন তিলক। রিঙ্কু সিংয়ের ব্যাটে এল জয়ের রান। দু’বল বাকি থাকতেই পাঁচ উইকেট জয় ভারতের। কুলদীপের পাশাপাশি জয়ের কারিগর তিলকই। তাঁর ৫৩ বলে ৬৯ রানের ইনিংসই ভারতকে এশিয়া কাপ জেতালো। 
স্পিনাররা ভারতকে ম্যাচে ফেরানোর পর, ১৪৭ রান তাড়া করতে নেমে সহজ ম্যাচ কঠিন করে ফেলে ভারত। ২০ রানে তিন উইকেট হারিয়ে। রান তুলতে নেমে শুরু থেকেই স্নায়ুর চাপে ভুগল ভারতীয় ব্যাটাররা। পাক বোলারদের পরিকল্পিত বোলিং ভারতীয় শিবিরে ধাক্কা দেয়। পাওয়ার প্লে’তে ভারতের তিন ব্যাটার আউট হলেন স্লো ডেলিভেরিতে। 
চার ওভারের মধ্যে প্যাভিলিয়নে ছন্দে থাকা অভিষেক শর্মা (৫), অধিনায়ক সূর্যকুমার যাদব (১) ও সহঅধিনায়ক শুভমন গিল (১২)। বড় মঞ্চে জ্বলে উঠতে ব্যর্থ তাঁরা। গ্রুপ ও সুপার ফোরে জোড়া ম্যাচ হারানোর পর, পাকিস্তানের কাছে ফাইনালে হার মানেই লজ্জাজনক ব্যাপার!‌ এই পরিস্থিতিতে ত্রাতার অবতীর্ণ কে হবেন? ভারতীয় ক্রিকেট প্রেমীরা দোলাচলে ভুগছিলেন।  
সূর্য ফেরার পর ক্রিজে আসেন তিলক বর্মা। তিন উইকেট পড়ার পর, ভারতের জিততে তখনও বাকি ৯৬ বলে ১২৬। হাঁকপাঁক নয় অঙ্ক কষে অনবদ্য ইনিংস খেললেন তিলক। এই বছরের শুরুতেই চেন্নাইতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৫ বলে ৭২ ইনিংস খেলেই একাই ভারতকে জেতান।

Comments :0

Login to leave a comment