কলকাতার পাশাপাশি ঝাড়গ্রাম ও শিলিগুড়িতে হবে একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ।
একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষার্থীদের ইন্টারভিউয়ের সূচি ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। রাজ্যের সরকার পোষিত স্কুলগুলির একাদশ ও দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষকপদে নিয়োগ পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করেছে কমিশন। একাদশ ও দ্বাদশের জন্য ১২,৪৪৫টি পদে নিয়োগের জন্য পরীক্ষা নেয় কমিশন।
কমিশন জানিয়েছে, জানুয়ারির ২৭ ও ২৮ তারিখে কলকাতায়, ২৮ ও ২৯ তারিখে ঝাড়গ্রামে এবং ২৯ ও ৩০ তারিখে শিলিগুড়িতে এই ইন্টারভিউ নেওয়া হবে।
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ক্লাসগুলির সহকারী শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় দফা এসএলএসটি পরীক্ষা নেয় কমিশন। সেখানে মাধ্যমিক স্তরে ২৩,২১২ টি এবং উচ্চমাধ্যমিক স্তরে ১২, ৪৪৫ টি শূন্যপদের জন্য নিয়োগের বা বিজ্ঞপ্তি জারি করে কমিশন।
কমিশনের তরফে গত বুধবার প্রকাশিত মেধা তালিকায় ১৮, ৯০০ জনের নাম প্রকাশ করা হয়। পাশাপাশি একটি ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়েছে। অনুত্তীর্ণ প্রার্থীদেরও একটি তালিকা প্রকাশ করা হয় কারণ জানিয়ে।
দুর্নীতির জেরে আগের বছর ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ বাতিল হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগের চলতি পর্ব চলছে।
যোগ্য শিক্ষক ফোরামের এক সদস্য রূপা কর্মকার সংবাদসংস্থাকে বলেছেন, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উভয় মেধাতালিকাতে তাঁর নাম থাকলেও অনেক যোগ্য সহকর্মীর নামই ওয়েটিং লিস্টে রয়েছে। তিনি আরও বলেন, "আমরা আশা করি কমিশন এই বিষয়টি বিবেচনা করবে, কারণ আমরা সকলেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়েছি।"
SSC INTERVIEW
একাদশ-দ্বাদশে নিয়োগের ইন্টারভিউ হবে তিন জায়গায়
×
Comments :0