কবিতা
মুক্তধারা
ঘূর্ণি
গৌরী সেনগুপ্ত
২০২৬ জানুয়ারি ২১ | বর্ষ ৩
তৃষ্ণা মেটেনা তাই সমুদ্র সন্ত্রাস
শাখায় শাখায় গাঁথা ঘোর অসময়
মরা ডালে ঝুলিয়েছ কুসুম পরিহাস
ঝড়ের দাপটে ছোটে বাওড় বাদায় ।
অর্ধমৃত স্বপ্ন ছিল ছত্রাক দাওয়ায়
ক্ষয় আসছে উপকুলে মেঘহস্তির ডাক
একখণ্ড কালো মেঘ বেঘোর হাওয়ায়
শ্রাবণ হয়ে আসে শেষে প্লাবনের হাঁক ।
ঘুমের ভেতর ঘুম যদি মৃত্যুচিহ্ন ফেলে
চিতার শব উঠে আসে আত্মঘাত ঠেলে ।
Comments :0