দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল প্যানেলের মূল চারটি পদে বিপুল ভোটে জয় বাম প্রার্থীদের। বাম প্রগতিশীল জোটের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল এবিভিপি সহ অন্যান্যরা। তবে ভোট গণনার শেষে দেখা যাচ্ছে এবিভিপিকে প্রত্যাখ্যান করেছে জেএনইউ'র ছাত্রছাত্রীরা।
বাম ছাত্র জোটে মোট তিনটি ছাত্র সংগঠন মিলিতভাবে প্রতিপ্রদ্বন্দীতা করে। এসএফআই, ডিএসএফ,এআইএসএ একত্রে এবিভিপি'র বিরুদ্ধে লড়াই করেছে। জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে সভাপতি থেকে যুগ্ম সম্পাদক সব পদেই নিজেদের দখল বজায় বাম প্রার্থীদের। সাধারণ সম্পাদক পদে অদিতি মিশ্র মোট ১৯৩৭ ভোট পেয়েছেন, সহ সভাপতি পদে কে গোপিকা বাবু মোট ৩১০১ টি ভোট পেয়েছেন। পাশাপাশি সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে সুনীল যাদব ও দানিশ আলী যথাক্রমে ২০০২ ও ২০৮৩ ভোট পেয়েছেন। এ বারে সাড়ে ন’হাজারের বেশি ভোটার ছিলেন ছাত্র সংসদ ভোটে। ভোট পড়েছিল প্রায় ৬৭ শতাংশ।
এসএফআই সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য জে এন ইউর ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, "এই জয় বাম রাজনীতির পক্ষে জোরালো জয়। ক্যাম্পাসে এবিভিপি'র মতো বিভেদকামী শক্তিকে হারিয়ে বাম জোটকে জয় যুক্ত করেছে।"
বুধবার পন্ডেচেরী বিশ্ববিদ্যালয়েও সব আসনে বিপুল ভোটে জয়ী হয়েছে এসএফআই।
Comments :0