KHADIKUL BLAST

ফিরেই রান্না করবে, বলেছিল মা

রাজ্য জেলা

KHADIKUL BLAST খাদিকুলে বিস্ফোরণে নিহত মাধবী বাগের দুই সন্তান আকাশ ও অংশু।

রামশঙ্কর চক্রবর্তী, খাদিকুল

‘মা বলেছিল আধঘন্টা বাদেই ফিরবে ঘরে। রান্নায় কী মশলা দেব মাংসে জানতে গিয়েছিলাম। মা তখন কারখানায়। ঘরে ফিরলাম আর বিকট আওয়াজ।’

খাদিকুলের কারখানায় বিস্ফোরণের এই স্মৃতি কিছুতেই ভুলতে পারছে না আকাশ। বাড়ির পাশে বাজি কারখানায় কাজ করতেন মা মাধবী বাগ। মঙ্গলবার এখানেই বিস্ফোরণে নিহত দশজনের মধ্যে রয়েছে মাধবী বাগের নাম। তিনি আর বাড়ি ফেরেননি। উদ্ধার হয়েছে বিস্ফোরণে ঝলসে যাওয়া দেহ।

মৃত মাধবী বাগের দুই ছেলে। তের বছরের আকাশ বাগ পড়ে অষ্টম শ্রেণিতে। ছোট ছেলে, দশ বছরের অংশু বাগ, মোহনপুর হাইস্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র কী ভাবে কী হয়ে গেল দুই কিশোর বুঝে উঠতে পারছে না।  

আকাশ বলেছে, ‘‘বাড়িতে তখন মাংস রান্না হচ্ছিল। ছুটে কারখানায় গিয়ে মা’কে বলেছিলাম কী মশলা দেব। মা বলেছিল আধঘন্টার মধ্যে আসছি। বাকি রান্না গিয়ে করব।’’ বলতে বলতেই কেঁদে উঠছে আকাশ আর অংশু। 

বেআইনি বাজি কারখানার আড়ালে তৈরি হতো বোমা, এগরার খাদিকুল গ্রামে ছোট-বড় সকলের মুখে এই এক কথা শোনা যাচ্ছে বুধবারও। মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস যতই ঢাকার চেষ্টা করুক, খাদিকুলে ভানু বাগকে সবাই চেনেন তৃণমূলের নেতা হিসেবেই। পুলিশকে ঘিরে জমা ক্ষোভও কাটছে না। এদিনও স্থানীয়দের বারবার বলতে শোনা গিয়েছে, পুলিশ জানত কারখানা বেআইনি, তবু চলেছে। পুলিশ কেবল টাকা নিত। বাজির কারখানার আড়ালে বোমা তৈরি খবরও জানত পুলিশ, অভিযোগ স্থানীয়দের।

বিস্ফোরণে মা মারা যাওয়ার পর অসহায় আকাশ আর অংশু। ছিটে বেড়া বাড়ির সামনে দাঁড়িয়ে মঙ্গলবারের বীভৎস ঘটনার বিবরণ দিয়েছে তারা। ভানু বাগের কারখানা থেকে মাধবী বাগের বাড়ি একশো মিটারেরও কম দূরত্বে। 

কারখানায় কাজ করতেন পঁচিশ জন, জানিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার কাজে যাননি পাঁচজন। বিস্ফোরণে ঝলসে বুধবারই মারা গিয়েছেন ১০ জন। রয়েছেন একাধিক মহিলা। কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি আরও দু’জন। দেহ সরিয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে মঙ্গলবার থেকেই। গ্রামে গেলে একদিকে তীব্র অসন্তোষ, যন্ত্রণা। আরেকদিকে স্বজন হারানোর হাহাকার। খাদিকুলে এমন বাড়িতেও রয়েছে মা-বাবা হারানো শিশুরা। তৃণমূল, দুষ্কৃতী, পুলিশের যোগসাজশ নিয়ে বারবার উঠছে কথা। 

বুধবার সন্ধ্যে পর্যন্ত ভানু বাগকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আহত অবস্থায় গাড়িতে ওড়িশার দিকে পালাতে দেখা গিয়েছে, বলছেন গ্রামবাসীদের অনেকে। এগরা ব্লকেরই কুরুন্দায় এর আগে হয়েছে বিস্ফোরণ। উত্তর ২৪ পরগনা, বীরভূম, বর্ধমানে মজুত বোমায় বিস্ফোরণের ঘটনা নিয়মিত ব্যবধানে দেখছেন রাজ্যবাসী। শেষ কোথায়, প্রশ্ন তুলছে খাদিকুল। 

Comments :0

Login to leave a comment