অতি সঙ্কটজনক শারীরিক অবস্থার কারণে এবার 'ভেন্টিলেশনে' স্থানান্তরিত করা হলো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। তাঁর দল বিএনপি জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছেন।
গত ২৩ নভেম্বর হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণ নিয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ৮০ বছর বয়সী বিএনপি চেয়ারম্যানের শারীরিক সঙ্কট বেড়েছে তারপর থেকে।
সোমবার বিএনপির ভাইস-চেয়ারম্যান আজম খান সংবাদমধ্যমকে বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়েছে।
খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপি-র কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান ২০০৮ সাল থেকেই লন্ডনে রয়েছেন। তবে এদিন সমাজমাধ্যমে একটি পোস্ট করে বলেন, মাকে দেখার ইচ্ছা থাকলেও বিশেষ কিছু রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য তিনি বাংলাদেশে আসতে পারছেন না।
Khaleda Zia is in critical condition
অতি সঙ্কটজনক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া
×
Comments :0