বিএনপি চেয়ারপার্সন তথা বাংলাদেশের প্রক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে খালেদা জিয়াকে। বৃহস্পতিবার মধ্যরাতে অথবা শুক্রবার সকালে তাঁকে লন্ডনে নিয়ে যাওয়া হবে বলে বৃহস্পতিবার দুপুরে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে থাকবেন চিকিৎসক, দলের নেতা কর্মীসহ ১৪ জন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সকলের নামও জানানো হয়েছে। তারা হলেন, পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী (চেয়ারপার্সনের উপদেষ্টা), ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ), সৈয়দ সামিন মাহফুজ (এসএসএফ), আব্দুল হাই মল্লিক (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী), মাসুদের রহমান (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারী), ফাতেমা বেগম (গৃহকর্মী) ও রুপা শিকদার (গৃহকর্মী)। ডা. জাহিদ জানান, লন্ডনে তাঁর চিকিৎসার জন্য একটি হাসপাতাল ঠিক করা হয়েছে।
গত ১২ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থা এখনও সঙ্ককটজনক। তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। চলতি বছরের ৭ জানুয়ারি তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। গত ৬ মে দেশে ফেরেন তিনি। ফের তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্যেশ্যে পাড়ি দেবেন খালেদা জিয়া।
Khaleda Zia
লন্ডনের উদ্দেশে রওনা হতে পারেন খালেদা জিয়া
×
Comments :0