একদিকে উৎসব। তার ঠিক পাশেই সামাজিক দায়বদ্ধতার কর্মসূচী পালন। এমন দৃশ্যই শনিবার দেখা গেছে আমতার রসপুরের ভোজান গ্রামে।
কিশোর বাহিনী সেবায়ন'র উদ্যোগে মাতৃভাষায় শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ভোজান গ্রামে শিশু - কিশোরদের নিয়ে কথায়, কবিতায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ছোট্ট বয়সেই মাতৃভাষায় অনর্গল কবিতা বলতে পারা শিশুদের হাতে তুলে দেওয়া হয় সুকুমার সমগ্র। শারদোৎসবের পাশেই সংগঠনের উদ্যোগে সেবায়ন'র প্রাক্তন সভাপতি প্রয়াত তপন সাধুখাঁর স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ৬৯ জন রক্ত দেন।
অনুষ্ঠানের শুরুতেই কিশোর বাহিনীর রাজ্য মুখ্য সংগঠক পীযূষ ধর বলেন, শিশু - কিশোরদের শৈশবকালেই সুস্থ সাংস্কৃতিক বোধ, মানবিকতার চেতনা গড়ে তুলতে রাজ্যজুড়ে নিরন্তর কর্মসূচি নেওয়া হচ্ছে। কিশোর বাহিনী সেবায়ন উৎসবেও রক্তদান শিবিরের আয়োজন করে সামাজিক দায়বদ্ধতা দেখালো।
অনুষ্ঠানে ছিলেন স্টুডেন্ট হেলথ হোমের সংগঠক বিমল সেনগুপ্ত সহ বিশিষ্টরাও।
Comments :0