waterlogging in kolkata

জলবন্দি বস্তিতে তছনছ জীবন, উধাও প্রশাসন

রাজ্য কলকাতা

 প্রবল বৃষ্টিতে তছনছ বস্তিবাসীদের জীবন, সহানুভূতিটুকুও মিললো না প্রশাসনের তরফে।
অতি অভাবের জীবনে খেয়েপরে বেঁচে থাকাটাই দুষ্কর। তার ওপর তৃণমূলের প্রোমোটিংরাজ, সিন্ডিকেট বাহিনী ও জমি হাঙরদের দৌরাত্ম্যে মাথা গোঁজার ছাউনিটুকু হারিয়ে ফেলার দুশ্চিন্তাই যাদের রোজনামচা, শহর কলকাতার সেই গরিব বস্তিবাসীদের জীবনকে কার্যত তছনছ করে দিয়েছে সোমবার রাতের কয়েক ঘন্টার বৃষ্টি।
ঘরে ঘরে হাঁটু সমান, কোথাও বা কোমর সমান জলে নাস্তানাবুদ মানুষ। থৈ থৈ জলে এখানে ওখানে ভাসছে থালাবাসন, প্লাস্টিকের গামলা, জামাকাপড়। এক কথায় কার্যত বানভাসি জীবনের করুণ প্রতিচ্ছবি ধরা পড়ছে কলকাতার বিভিন্ন এলাকার বস্তিতে বস্তিতে। কলকাতা কর্পোরেশনের অন্তর্গত ৫, ৬ নম্বর ওয়ার্ডের একাধিক বস্তি কার্যত জলের তলায় চলে গিয়েছে। মঙ্গলবার দিনভর একই ছবি দেখা যায় অন্যান্য বস্তি এলাকাতেও।
রাতের প্রবল বর্ষণে গৃহস্থালির প্রয়োজনীয় জিনিস জলে ভিজে নষ্ট হয়ে গিয়েছে। জলে ভেসে গিয়েছে জরুরী কাগজপত্র। খাবারদাবার নষ্ট হয়েছে। দু'মুঠো ফুটিয়ে খাবার জায়গাটুকুও নেই। ইট পেতে খাট উঁচু করে কোনমতে টিকে থাকার চেষ্টা করেও শোচনীয় জলযন্ত্রণার জেরে অনেকে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ৫ নম্বর ওয়ার্ডের ২৫, ২৭ নম্বর বস্তির করুণ ছবি ধরা পড়েছে মঙ্গলবার দিনভর। পানীয় জল নেই, খাবার নেই, নেই শোবার জায়গা। বস্তির যৌথ শৌচালয়ও জলে প্লাবিত। সংকীর্ণ গলিতে কোমর সমান জল। সব মিলিয়ে গরিবের এক নিদারুণ প্রতিচ্ছবি ধরা পড়েছে তথাকথিত উন্নয়নের শহর কলকাতাতে। 
কলকাতার ৯১ নম্বর ওয়ার্ডের জগন্নাথ ঘোষ রোড সংলগ্ন বস্তি, কসবা, তিলজলা, টালিগঞ্জ, পার্ক সার্কাস, বালিগঞ্জ, ঢাকুরিয়া; একেবারে কলকাতার দক্ষিণ থেকে উত্তরের প্রায় সব বস্তিতেই শুধু মানুষের হাহাকার আর যন্ত্রণার ছবি। ভোট এলে এই গরিব মানুষের ভোট হাতানোর লক্ষ্যে তৃণমূলের নেতাকর্মীদের অহরহ আনাগোনা দেখা গেলেও, মঙ্গলবার দিনভর দেখা যায়নি তাদের কাউকেই। অধরা ছিলো প্রশাসনও।
বস্তিবাসীদের অধিকার, তাঁদের জীবনযন্ত্রণা লাঘবের দাবি নিয়ে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির যে কর্মীরা ধারাবাহিকভাবে এই গরিব মানুষগুলির পাশে থাকেন, এদিনের বিপর্যয়েও দেখা গিয়েছে শুধু তাঁদেরই। মঙ্গলবার সকাল থেকেই বস্তি আন্দোলনের কর্মীরা এলাকায় এলাকায় ঘুরে বস্তির অসহায় মানুষের দুর্গতি মোচনের যথাসাধ্য চেষ্টা চালিয়েছেন।
পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে বস্তিবাসী মানুষদের জন্য বিভিন্ন বন্দোবস্তের দাবি জানিয়ে মেয়র ফিরহাদ হাকিমের কাছে দাবিপত্র পেশ করা হয়েছে। এই দাবির মধ্যে রয়েছে, বেহাল খালগুলির দ্রুত এবং উপযুক্ত সংস্কার করতে হবে। জলবন্দী ক্ষতিগ্রস্ত বিপন্ন মানুষের কাছে অবিলম্বে খাদ্য ও ত্রাণসামগ্রী পৌঁছে দিতে হবে। একইসঙ্গে ওয়ার্ডে জরুরী পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতদের প্রতিটি পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবিও জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment