প্রবীর দাস- বসিরহাট
যারা গতর দিয়ে মাটি কাটলো, যারা নদীর বাঁধে মাটি দিয়ে প্রাণ বাঁচালো, তাদের ১০০ দিনের টাকা লুটে নিল। আটকে দিল বিজেপি। এবার কি আপনি তাদের ভোট দেবেন?
যারা দিনে ছিল তৃণমূল, তারাই রাত পোহালে হলো বিজেপি। যারা বন্ডের মাধ্যমে টাকা লোটে তাদের মুখেই প্রতিশ্রুতির বুলি ফোটে। এবার কি আপনি তাদের ভোট দেবেন? মঙ্গলবার সকালে এমনই কতকগুলি স্লোগানে মুখরিত ছিল নিতাইয়ের মোড়। সেখানে লাল ঝান্ডায় লাল বেলুন জাতীয় কংগ্রেসের পতাকায় সেজে উঠেছে একের পর এক টোটো গাড়ি। বামফ্রন্টের মহিলা কর্মীরা ছাত্র যুব গরীব কৃষক খেতমজুরা তাদের প্রিয় নেতা এবারের লোকসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনিত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআই(এম) প্রার্থী নিরাপদ সরদারের সমর্থনে গ্রামে গ্রামে জনসংযোগ, প্রার্থী পরিচিতির মিছিল সাজিয়ে নিতে ব্যস্ত। চড়ছে রোদের পারদ। বাড়ছে তাপমাত্রা।
ঘড়িতে তখন সময় সকাল ৯টা। কাস্তে হাতুড়ি তারা খচিত লাল ওড়না গলায়, হাতে জাতীয় পতাকা স্ত্রী দীপা সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দকে পাশে নিয়ে মিছিলের অগ্রভাগে খেতমজুরের নেতা নিরাপদ সরদার। দেশ ও দেশের সংবিধান রক্ষার শপথ নিয়ে মহিলা কর্মীদের পক্ষ থেকে চৈতালি বর্মন জাতীয় পতাকা তুলে দেয় নিরাপদ সরদারের হাতে। শ্যামলী মালি গলায় ফুলের মালা পড়িয়ে দিয়ে বরণ করে নেয় তাদের প্রিয় নেতাকে। সিপিআই(এম) নেতা বিলাস বর্মন, রবি বিশ্বাস, খেতমজুরের নেতা প্রবীর মণ্ডল, যুবনেতা সন্দীপন মণ্ডল, দীপা সরদার, চৈতালি বর্মন, শ্যামলী মালিরা আওয়াজ তুললো নারীর সম্ভ্রম লুন্ঠনকারী তৃণমূলকে একটি ভোটও দিচ্ছি না দেব না। সন্দেশখালির মাটি লাল ঝান্ডার মাটি, তেভাগা আন্দোলনের মাটি, জমির অধিকার রক্ষার লড়াইয়ের মাটি। এই মাটি থেকে সাম্প্রদায়িক শক্তি বিজেপি দূর হটো। আওয়াজ উঠলো সন্দেশখালির আন্দোলনকে ভেঙে দিতে বিজেপির ধর্মীয় সুড়সুড়ির ফাঁদে পা দিচ্ছি না দেব না। পায়ে পা মিলিয়ে মিছিল কিছুটা এগিয়ে শুরু হয় সারিবদ্ধভাবে সুসজ্জিত টোটো নিয়ে মিছিল। মিছিলের সামনে হুড খোলা টোটোয় প্রার্থী নিরাপদ সরদার। হাত নেড়ে ভোট চাইলেন। সন্দেশখালির আন্দোলনের প্রকৃত নেতা নিরাপদ সরদারকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষ জানালেন উষ্ণ অভিনন্দন। মিছিল ভান্ডারখালি বাজারে আসে। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে এগিয়ে যায় বড় কলাগাছিয়া নদী বরাবর শিতুলিয়ার দিকে। খুলনা বাজারে এসে শেষ হয়। মধ্যাহ্ন ভোজের পর ফের শুরু হয় পথ চলা। ঢোলখালি ঘুরে পঞ্চায়েত মোড় বাজারে সংক্ষিপ্ত সভার মধ্যে দিয়ে এদিন প্রচার কর্মসূচি শেষ হয়।
Comments :0