weather

ফের নিম্নচাপ! ভারী বৃষ্টি ২ অক্টোবর থেকে জানালো হাওয়া অফিস

রাজ্য কলকাতা

বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি স্থলভাগে প্রবেশের পর শক্তি হারিয়েছে ছত্তিশগড়ের কাছে। তবে তার জেরে রবিবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হইবে দু-এক পশলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর মধ্য মহারাষ্ট্রের উপর দিয়ে দক্ষিণ ছত্তিশগড়, উত্তর উপকূলীয় অন্ধ্র প্রদেশ জুড়ে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরী হয়েছে যা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী ৩০ সেপ্টেম্বর উত্তর আন্দামান সাগরে একটি উচ্চ বায়ু সম্পন্ন ঘূর্ণাবর্ত তৈরী হতে পারে। এর প্রভাবই পড়বে দক্ষিণবঙ্গের উপর। এর জেরেই ১ অক্টোবর উত্তর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২অক্টোবর থেকে ৪ অক্টোবর পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উৎসবের শেষের দিন গুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা।    
দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে বিক্ষিপ্তভাবে রবিবার ও সোমবার বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার অর্থাৎ ৩০ সেপ্টেম্বর মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১ অক্টোবর অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হবে। ২ তারিখ থেকে বাড়বে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনায় কমলা সর্তকতা জারি করা হয়েছে ঐদিন। এছাড়াও দুই মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়াতেও ভারী বৃষ্টিপাত হবে। এই জেলাগুলিতে রয়েছে হলুদ সর্তকতা। বৃষ্টি চলবে ৩-৪ অক্টোবর পর্যন্ত। 
রবিবার, সোমবার ও মঙ্গলবার কলকাতা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। নেই কোনও সতর্কবার্তাও। উৎসবের এই দিনগুলিতে কয়েক পশলা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উৎসবের দিনগুলিতে। দার্জিলিঙ, কালিম্পঙ, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে আগামী ২ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। ৩ তারিখ থেকে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। ঐদিন দার্জিলিঙ, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই পাঁচ জেলায় কমলা সর্তকতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ঐদিন থাকবে হলুদ সর্তকতা।

আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়াতে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ১ ও ২ অক্টোবর পশ্চিমবঙ্গ ও ওডিশার উপকূলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস।
 

Comments :0

Login to leave a comment