ভূমিকম্প কমার কোনও লক্ষণ নেই। প্রতিদিন কোথাও না কোথাও একাধিক ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে। রবিবার আরেকটি ভূমিকম্পের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ৪১ মিনিটে উত্তর আমেরিকার আলাস্কা-কানাডা অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.০ এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার। কানাডার কিছু অংশেও ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.০। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আলাস্কার রাজধানী জুনাউ থেকে প্রায় ২৩০ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স থেকে প্রায় ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে। ন্যাচারাল রিসোর্সেস কানাডার একজন ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, ভূমিকম্পের কেন্দ্রস্থলের সবচেয়ে কাছের ইউকন এলাকাটি তার দুর্গম পাহাড়ি ভূখণ্ডের জন্য পরিচিত সেখানে জনবসতি খুব কম।
"বেশিরভাগ মানুষ তাঁকে জিনিসপত্র পড়ে যাওয়ার কথা জানিয়েছেন। এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য আসেনি। তিনি বলেন ভূমিকম্পটি প্রায় ৬ মাইল (১০ কিলোমিটার) গভীরতায় আঘাত হানে এবং এরপর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়।
শক্তিশালী ভূমিকম্প সত্ত্বেও, প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এবং জাতীয় আবহাওয়া পরিষেবা কোনও সুনামির সতর্কতা জারি করেনি। নাসার আর্থ অবজারভেটরি বলছে যে, প্রতি বছর গড়ে ৭.০ থেকে ৭.৯ মাত্রার প্রায় ১৮টি বড় ভূমিকম্প হয়। আলাস্কায় ৭.০ মাত্রার ভূমিকম্পের পর ২০টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে।
কানাডার রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ হোয়াইটহর্স শাখার সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড সংবাদ সংস্থাকে বলেছেন, “ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল। বহু মানুষ কম্পন অনুভব করেছে। আমাদের কাছ কয়েকটি ফোন এসেছে। তবে আমরা এখনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাইনি।
Earthquake
আলাস্কা-কানাডা সীমান্তে ভূমিকম্প
×
Comments :0