Manchester United

নিউক্যাসেল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ক্যারাবাও কাপ চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার ইউনাইটেড

খেলা

ইউনাইটেডের জয়। নিউক্যাসেল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ক্যারাবাও কাপ চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার ইউনাইটেড।এই নিয়ে রেড ডেভিলসরা মোট ৬বার এই ট্রফি জয়ের স্বাদ পেল। তবে অনেকদিন পর কোনো টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে, দীর্ঘ ২৪ বছরের ট্রফি খরা কাটাতে চেয়েছিল নিউক্যাসেল। কিন্তু পারল কই? প্রায় ৬১% বল পজিশন নিয়েও হার।

পজিশনিং ফুটবল নাকি পাসিং নির্ভরতা? আধুনিক ফুটবলে রোজ বদলাচ্ছে সমীকরণ। ওয়েম্বলি স্টেডিয়ামে এই ম্যাচে, ৪৩৫টি পাস খেলে মাত্র ২টি অন-টার্গেট শট করতে পেরেছে নিউক্যাসেল। সেই জায়গায় দাঁড়িয়ে ইউনাইটেডের বল পজিশন ৩৮% থাকলেও, ৯টি গোলমুখী শট ছিল তাদের।

পজিটিভ ফুটবল, আক্রমণ, প্রতআক্রমণ, মাঝমাঠ, দুই উইং দিয়ে লাগাতার প্রেসিং ফুটবল এবং অবশ্যই নিখুঁত পাসিং। সবদিক দিয়েই লড়াই করে জয় ইউনাইটেডের। তাছাড়া ডিফেন্সেও বেশ সপ্রতিভ ছিল রেড ডেভিলসরা। ম্যাচের ৩৩ মিনিটে প্রথম গোলটি করে ম্যানচেষ্টার ইউনাইটেডকে এগিয়ে দেন ক্যাসেমিরো। অন্যদিকে ম্যাচের ৩৯ মিনিটে, নিউক্যাসেল ফুটবলার বটম্যানের আত্মঘাতী গোলে আরও এগিয়ে যায় রেড ডেভিলরা।

শেষপর্যন্ত ২-০ ব্যাবধানে জিতে ক্যারাবাও কাপে সেরার শিরোপা মাথায় নিল ম্যানচেষ্টার ইউনাইটেড।

Comments :0

Login to leave a comment