DOCTOR'S RALLY PANIHATI

‘বিচার চাই’, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা নামছেন রাস্তায়

রাজ্য

পানিহাটি হাসপাতালের চিকিৎসক-স্বাস্থ্যকর্মী মিছিল বারাসত সোদপুর রোডে। ছবি: অভিজিৎ বসু

আড়াল করা হচ্ছে দোষীদের। আরজি কর হাসপাতালের সেমিনার কক্ষ থেকে প্রমাণ লোপাটের ব্যবস্থা হয়েছে। দোষীদের শাস্তি দিতে হবে। বিচারের দাবিতে বুধবারও উত্তাল রাজ্য। প্রতিবাদে নামছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। সমাজের বিভিন্ন অংশ শামিল হচ্ছে প্রতিবাদে। 
আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার খুন ও ধর্ষনের ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে চলছে কর্ম বিরতি। 
পানিহাটির তরুণী ডাক্তার ছাত্রীকে ধর্ষণ-খুনের প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তিদের আড়াল করার প্রতিবাদে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে জরুরি পরিষেবা চালু রেখে আউটডোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে। চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা বারাসত-সোদপুর রোডে মিছিলও করলেন। 
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স কলেজে ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন। আর জি কর হাসপাতালে সেমিনার হলের দেওয়াল ভাঙার খবর ছড়াতেই মঙ্গলবার বিক্ষোভ তীব্র হয়। চিকিৎসক মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস সরাসরি বিবৃতি জারি করে বলে যে প্রমাণ লোপাটেরই ব্যবস্থা করা হচ্ছে। দোষীদের আাল করতে নামা হয়েছে। রাজ্যের তৃণমূল সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে সরাসরি জনতাকে সঙ্গে থাকার আবেদন জানায়। 

Comments :0

Login to leave a comment