মেদিনীপুর মেডিক্যাল কলেজে কর্মবিরতি তুলে নিতে জুনিয়ার ডাক্তারদের হুমকি দিচ্ছে তৃণমূল। তৃণমূলের অনুগত ডাক্তারদের একাংশকে দিয়ে ‘লাইফ বরবাদ’ করার হুমকি দেওয়া হচ্ছে। এই জুলুমকে ধিক্কার জানিয়ে ফের উত্তাল হলো মেদিনীপুর মেডিক্যাল কলেজ।
আরজি কর হাসপাতালে চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ খুনে প্রতিবাদ চলছে রাজ্যের পাশাপাশি সারা দেশে। বিক্ষোভে নেমেছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের চিকিৎসক, ছাত্রছাত্রীরাও। অভিযোগ, তাঁদেরই শাসাচ্ছে তৃণমূল। মঙ্গলবার ফের প্রতিবাদে নেমে বিক্ষোভকারীরা বুঝিয়েছেন হুমকির সামনে মাথা নোয়াতে তৈরি নন তাঁরা।
জঙ্গলমহলের নাম করে, মাওবাদীদের অত্যাচারের ঘটনা তুলে ধরে জুনিয়ার ডাক্তারদের ডেকে ডেকে হুমকি দেওয়ার অভিযোগ তুলছেন ডাক্তারি পড়ুয়া। ছাত্রছাত্রীদের হেস্টেলের গেটে এবং রাস্তায় হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকি ক্যাম্পাসের চিকিৎসকরা কর্মবিরতি তুলে না নিলে ‘লাইফ বরবাদ’ করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
অভিযোগ, তৃণমূল কংগ্রেস সমর্থক হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের হুমকি দিতে নামানো হয়েছে। ক্ষোভে এদিন সন্ধ্যায় হাজারের বেশি মেডিক্যাল পড়ুয়া ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল সহ ধিক্কার জানান। ক্যাম্পাস ছাড়িয়ে বৃষ্টি উপেক্ষা করে মেদিনীপুর শহরের রিংরোড জুড়ে সেই প্রতিবাদ মিছিল হয়। গান্ধী মূর্তি, ক্ষুদিরাম মূর্তি ও রবীন্দ্র মূর্তির পাদদেশে প্রতিবাদ সভা হয়। আরজি কর মেডিক্যাল কলেজে দলবদ্ধ ধর্ষন সহ খুনের ঘটনায় জড়িতদের আড়াল করার দায়ে ধিক্কার জানানো হয় রাজ্যের সরকারকে। স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগেরও দাবী জানান বিক্ষোভরত ডাক্তারি পড়ুয়ারা।
Comments :0