আইএসএলের প্রথম ম্যাচে ঘরের মাঠে জয় পেল মোহনবাগান। আইএসএলে নবাগত পাঞ্জাব এফসির বিরুদ্ধে প্রথম থেকে আক্রমণের ঝড় না তুললেও ১০ মিনিটের মাথায় জেসন কামিংসের গোলে এগিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। তারপর সারা মাঠ জুড়ে ডানা মেলতে থাকে সাহাল, পেত্রাতসরা। ম্যাচের ৩৬ মিনিটে লিস্টনের বাড়ানো বল জালে জড়াতে ভুল করেনি পেত্রাতস। প্রথম অর্ধে ২-০ গোলে এগিয়ে যায় বাগান।
দ্বিতীয় অর্ধের শুরুতে চাপ বাড়াতে থাকে পাঞ্জাব ৫৮ মিনিটে গ্লেন মার্টিনেজের ভুলে গোল করে যায় পাঞ্জাব। চাপ বাড়ে মোহনবাগানের ওপর। বক্সের বাইরে সেটপিস থেকে ২-২ করলেও গোল বাতিল হয় অফসাইডের জন্য।
শুভাশীষ বোসকে তুলে নিয়ে মনবীর সিংহকে নামাতে ম্যাচের রঙ বদলে যায়। পেত্রাতসের পাসে মাঠে নেমেই গোল করেন মনবীর। তারপর আর পিছনে তাকাতে হয়নি ফেরান্ডোর ছেলেদের। বুমোস, সাদিকু নেমে পাঞ্জাব রক্ষণের ওপর চাপ তৈরি করে। অল্পের জন্য সাদিকুর ফ্রি কিক জালে জড়ায়নি। তবে বিশ্বকাপার কামিংসকে নিয়ে ডুরান্ড কাপে প্রশ্ন উঠলেও এদিন প্রথম থেকে নেমে অনেকটাই স্বচ্ছন্দ লেগেছে তাকে।
Comments :0