TRANSPORT WORKERS

মালদহে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের অবসরপ্রাপ্ত কর্মী সম্মেলন সোচ্চার বেসরকারিকরণের বিরুদ্ধে

জেলা

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বেসরকারিকরণ বন্ধ করা, চুক্তিভিত্তিক কর্মীদের অবিলম্বে স্থায়ী করা, স্থায়ী পদে স্থায়ী কর্মী নিয়োগ, রাজ্য সরকারি পেনশনারদের মতো সংস্থার পেনশনারদের উৎসব ভাতা প্রদান, অবিলম্বে বকেয়া সহ প্রাপ্য ডিএ প্রদান সহ ১১দফা দাবিতে সোচ্চার হলেন নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন পেনশনারদের অ্যসোসিয়েশনের মালদহ শাখার ৮ম সম্মেলনে আগত প্রতিনিধিরা। রবিবার এই সম্মেলন কমরেড তপন সরকার নগরে কমরেড মনোজ সরকার মঞ্চে ( মালদহ গার্লস হাইস্কুল, মালদহ শহর) অনুষ্ঠিত হলো।
এদিন সকালে মালদহ ডিপোতে ইউনিয়ন অফিসের সামনে পতাকা উত্তোলন করে সম্মেলনের সুচনা করেন করেন মালদহ শাখার সহ-সভাপতি প্রদীপ রায়। এরপর শহীদ বেদীতে মালা দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামাপদ অধিকারী, শাখার ভারপ্রাপ্ত সম্পাদক অতনু মিত্র, সুব্রত বন্দ্যোপাধ্যায়, মনোজিৎ চক্রবর্তী, সিআইটিইউ নেতা নুরুল ইসলাম সহ অন্যান্যরা। পরে প্রতিনিধিরা মিছিল করে সম্মেলন স্থল মালদহ গার্লস হাইস্কুলে এসে পৌঁছালে সম্মেলন শুরু হয়।

Comments :0

Login to leave a comment