বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিক্ষোভকারী এবং ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষে ৪ আগস্ট রবিবার থেকে ১৪ পুলিশসহ প্রায় ১০০ জন নিহত এবং শতাধিক লোক আহত হয়েছে। দেশজুড়ে মোবাইল ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হয়েছে সরকার এবং দেশব্যাপী একটি আইন প্রয়োগ করেছে। অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে।
চাকরির কোটা পদ্ধতির বিষয়ে সরকারের পদত্যাগের এক দফা দাবি নিয়ে বৈষম্যের বিরুদ্ধে স্টুডেন্টস অ্যাগেইনস্ট ডিসক্রিমিনেশনের ব্যানারে অসহযোগ কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা রোববার সকালে আওয়ামী লীগ, ছাত্রলীগের সমর্থকদের বিরোধিতার মুখে পড়লে সংঘর্ষ শুরু হয়।
অসহযোগ কর্মসূচীকে ঘিরে সারাদেশে সংঘর্ষ, গুলিতে অন্তত ৯৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার মিডিয়া।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে ১৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন নিহত হয়েছেন। কুমিল্লার ইলিয়টগঞ্জে একজন নিহত হয়েছেন। এতে আরও ৩০০ পুলিশ আহত হয়েছে।
bangladesh violence
বাংলাদেশে নিহত শতাধিক
×
Comments :0