উত্তরপ্রদেশের বারাবানিক জেলায় একটি বাজির কারখানায় বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয়েছে । ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন ৫ জন। বৃহস্পতিবার বিকেলে হওয়া বিস্ফোরণটি এতোই জোরালো ছিল যে তার আওয়াজ প্রায় কয়েক কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। যার ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে,প্রত্যেকদিনের মতোই এদিন বিকেলে বিস্ফোরণের সময় কারখানার কর্মীরা কাজ করছিলেন। প্রশাসনের তরফে প্রাথমিক তদন্তের পর দাবী করা হয়েছে ,সুরক্ষা বিধি ঠিকভাবে না মানায় ঘটে এই ঘটনা। বিস্ফোরণের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা বেরিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং পুলিশ আসার আগেই আহতদের জন্য এম্বুলেন্সের ব্যবস্থা করেন। আহতদের তৎক্ষণাৎ কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের তরফে গুরুতর আহতদের লখনৌয়ের ট্রমা কেয়ারে স্থানান্তর করা হয়।
জেলা শাসক অনুরাগ সিং ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি আরো জানান, " এই ঘটনাই ২ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে এখনও পর্যন্ত গোটা ঘটনাটিই কারখানা কর্তৃপক্ষের গাফিলতিতেই ঘটেছে বলে মনে করা হচ্ছে।"
কারখানা মালিক ও তাঁর ভাই এই বিস্ফোরণে আহত হয়েছেন বলেই জানা যাচ্ছে।
এদিন জেলা প্রশাসন ও ঘটনাস্থল পর্যবেক্ষণে আসেন পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত ও করেন তাঁরা।
Comments :0