আজ ১৫ ফেব্রুয়ারি। ১৯৯২ সালের আজকের দিনে জেসিটিকে হারিয়ে ফেড কাপ ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল। গোয়ার সেসাকে হারিয়ে ষষ্ঠবারের জন্য ফেডকপের ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল । মুখোমুখি হয়েছিল মোহনবাগানের। এদিন খেলাটি হয়েছিল মোহনবাগান মাঠে। ইস্টবেঙ্গলের সমর্থকরা প্রথম থেকেই সেসা দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে ইট পাথর ছুঁড়তে থাকেন গ্যালারি থেকে। ফলে বেশ কয়েকজন আহতও হয়েছিলেন। এই প্রতিযোগিতায় সেমিফাইনালের আগে গ্রুপ পর্যায়েও এই দুটি দল মুখোমুখি হয়েছিল । কোনোরকমে সেই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়েছিল লাল হলুদ। এদিন লাল হলুদকে জিতিয়েছিলেন কুলজিৎ সিং। খেলার ফল হয়েছিল ২- ১। জয়ন্ত ধন্দের গোলে প্রথমার্ধে এগিয়েছিল সেসা। দ্বিতীয়ার্ধের২৭ মিনিট নাগাদ গোল শোধ দেন প্রশান্ত। সেসা গোলরক্ষককে ফাউল করলেও রেফারি তা দেননি। এই গোলটি হওয়ার পরেই মনোবল ভেঙে যায় তাদের। কুলজিতের পা থেকে দ্বিতীয় গোলটি তুলে নিতে আর কোনো অসুবিধা হয়নি তাদের। ম্যাচ জিতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে প্রায় ৫ বছর পর ফাইনাল খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল দল।
Comments :0