কবিতা
মুক্তধারা
সময় এখন যেমন
(বেগম শাখাওয়াত রোকেয়াকে মনে রেখে)
অমল কর
৩ ডিসেম্বর ২০২৫ | বর্ষ ৩
আহত কত শব্দ নিহত হয়ে গেছে
শিরদাঁড়াহীন মানুষ কলতান ছেড়ে বোবা হয়ে
দলাপাকিয়ে ভয়ের কম্বলে শুয়ে আছে
এলোমেলো বয়ে যাচ্ছে বিধবা বাতাস
এখন শিরহীন কবন্ধ যেন সব হেঁটে বেড়াচ্ছে
নদীগন্ধ পেরিয়ে সর্বত্র মৃত্যুগন্ধ উড়ছে
কুণ্ডলী পাকানো ধোঁয়া বাতাসে ছুঁয়ে যাচ্ছে
ঋতুস্রাবী ফসলের খেতে
সেখানে লুটিয়ে শুয়ে আছে ব্যথার আত্মশ্লোক
বুকের ভেতরের রক্তচ্ছটাগুলো
ছুটে বেড়াচ্ছে অব্যক্ত ক্রন্দনে
হাহাকার ধ্বনিতে হেঁটে যাচ্ছে পথ
চেতনার ভিত-এ মস্ত আলোড়ন তুলে
সমস্ত সময় অন্ধ হয়ে যাচ্ছে
ত্রাসিত ভূমির তামস বিবরে
বহু ঊর্মি -ঘূর্ণি পেরিয়ে সোনালি দিনের
আলোয় আর-এক উজ্জ্বল সম্ভাবনার
হাজার বাতি জ্বেলে তুমি এসো ফিরে
দীপিত এক প্রেমমন্ত্রে বাসন্তী ভোরের
মহুয়ার অনাবিল গন্ধ বেজে যাক নিঃসাড়ে।
Comments :0