POETRY — LENIN | SOURAV DUTTA — NATUNPATA — 22 APRIL 2024

কবিতা — উলিয়ানভের রূপকথা | সৌরভ দত্ত — নতুনপাতা | ২২ এপ্রিল ২০২৪

ছোটদের বিভাগ

POETRY  LENIN  SOURAV DUTTA  NATUNPATA  22 APRIL 2024

কবিতা

উলিয়ানভের রূপকথা

সৌরভ দত্ত

নতুনপাতা


ছোট্ট লেনিন জন্ম ভলগা পাড়ে
দরিদ্র্যতা অনটন চির সাথী–
সারাটা দিন হৈ চৈ করে কাটে
বিপ্লবী মন একটু একটু বাড়ে

শহরে তখন মানুষেরা ভূমিদাস
ঘুণধরে যাওয়া স্বৈর সংস্কৃতি 
মেহনতীরা গেয়েছে ভাঙার গান
শিশুটি দেখছে দেশের সর্বনাশ

ছাত্র লেনিন পড়ে চলে পুশকিন
তখন থেকেই পুলিশি নজরদারি
বিপ্লব ছিল রক্ত আখরে গাঁথা
রাশিয়ার বুকে আনবে সোনালি দিন

ভুখা মানুষেরা দিক্ষীত মার্কসবাদে
পুঁজির ভিতরে হারিয়ে গিয়েছে ভাষা
বুর্জোয়াসির বীভৎস কালোছায়া
আমার দেশ আজ শ্রমমুক্তিতে কাঁদে

লেনিন লিখেছে রোদরঙা ধারাপাত
স্বপ্ন দেখেছে ঘুম ভেঙে যাওয়া শিশু
সমাজতন্ত্র–সোভিয়েত ইউনিয়ন
শ্রেণি সাম্যে ক্ষুধিত খাচ্ছে ভাত।

 

অঙ্কনঃ  অদ্রীশ অধিকারী / নতুন বন্ধু
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 
কল্যাণনগর বিদ্যাপীঠ
খড়দহ, হরিপাড়া, কল্যাণনগর
খড়দহ, উত্তর ২৪ পরগনা

Comments :0

Login to leave a comment