QUIZ — AML KAR | NATUNPATA — 25 APRIL 2024 ANS.

বলতে পারো — অমল কর — নতুনপাতা | ২৫ এপ্রিল ২০২৪ সমাধান

ছোটদের বিভাগ

QUIZ  AML KAR  NATUNPATA  25 APRIL 2024 ANS

বলতে পারো  

অমল কর 

নতুনপাতা  

২৫ এপ্রিল ২০২৪ সমাধান

জিজ্ঞাসা

১)ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সেরা স্ট্রাইক রেট কোন্ ক্রিকেটারের।
২)ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একমাত্র কোন্ বোলার ২০০ উইকেট পান?
৩)'চলন্তিকা' অভিধান রচয়িতা রাজশেখর বসু সম্বন্ধে কি জানো?
৪) বিশ্বের প্রবীণতম পুরুষ এখন কে?
৫) বিশ্বের কোন্ শহরে ১৮ এপ্রিল ও ২৭ আগস্ট মাঝরাতে সূর্য ওঠে?
৬) কবে প্রতিষ্ঠিত হয় কলকাতা হাইকোর্ট?

সমাধান

১)ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে (৩৭৩.৩৩) রান করেছেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে (১০ বলে ৩৯ রান) ক্যারাবিয়ান অলরাউন্ডার রোমারিয়ো শেফার্ড।
২) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম বোলার হিসেবে যজুবেন্দ্র চাহাল ১৫৩ টি ম্যাচ খেলে  ৭.৭২ গড়ে ২০০ উইকেট পান।
৩) 'পরশুরাম ' ছদ্মনামে রাজশেখর বসু ছিলেন সাহিত্যিক, রসায়নবিদ, রামায়ণ মহাভারত শ্রীমদ্ভাগবত গীতা অনুবাদক, চলন্তিকা অভিধান প্রণেতা এবং আনন্দীবাঈ ইত্যাদি  গল্পগ্ৰন্থ রচনার জন্য ১৯৫৫ সালে সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপ্ত।
৪) বিশ্বের প্রবীণতম পুরুষ এখন ইংল্যান্ডের লিভারপুলের বাসিন্দা ১১১ বছর বয়স্ক জন আলফ্রেড টিনিসউড। সবচেয়ে বেশি ১১৭ বছর বয়স্কা মহিলা স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরা।
৫) উত্তর গোলার্ধের প্রান্তিকতম শহর নরওয়ের সভালবার্ড দ্বীপপুঞ্জের "লংইয়ারবেন" শহরে
প্রতিবছর ১৮ এপ্রিল ও ২৭ আগস্ট মাঝরাতে সূর্য ওঠে।
৬) ০১/০৭/১৮৬২ সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়।

Comments :0

Login to leave a comment