কবিতা
মুক্তধারা
বাবা
তরুণ মিত্র
২৬ নভেম্বর ২০২৫ | বর্ষ ৩
গোপাল বাড়ি ফিরেছে বৌমা?
ঠাম্মির কণ্ঠস্বর আমাদের বাড়িতে
অনুরণন তুলেছে এইমাত্র।
পৌষের রাত গভীরে
আমরা ভাই-বোনেরা
কাঁথামুড়ি দিয়ে শুয়ে থাকি
সকালের উষ্ণ আলো বরফ গলাবে আমাদের
হ্যারিকেনের আলো আধারিতে
মা ঘর দুয়ার হাঁটাচলা করছেন
মাস পয়লা, রাত সরে গেলেই
শুভ সপ্তমী
বাবার বেতনে সঞ্চিত মূলধন
আমাদের পুজোর পোশাকে সাজিয়ে তুলবে সারাদিন...
Comments :0