Molestation

ফের শ্লীলতাহানিতে নাম পার্কস্ট্রিট কাণ্ডে অভিযুক্তদের

কলকাতা

পার্কস্ট্রিট কাণ্ডের অভিযুক্তের বিরুদ্ধে আবারও এক মহিলাকে শ্লীলতাহানির করার অভিযোগ। এমনকি মহিলাকে খুনের হুমকিও দেন অভিযুক্তরা। তদন্ত শুরু হলেও এখনও অবধি অভিযুক্তদের গ্রেপ্তার করেনি পুলিশ।
রবিবার রাতে বিধাননগরের একটি নৈশক্লাবে ঘটনাটি ঘটেছে। অভিযোগপত্রে মহিলা জানান, রবিবার রাতে ওই মহিলা তাঁর স্বামী, ভাই ও এক বন্ধুর সঙ্গে পার্টি করছিলেন। সেই সময় তাঁদের সঙ্গে অভিযুক্ত নাসির খান ও তার সঙ্গী জুনায়েদ খানের হঠাৎই বচসা শুরু হয়। তারপরই তার ওই মহিলাকে শারীরিক ভাবে নির্যাতনের চেষ্টা করে। এমনকি জোর করে যৌন হেনস্থার ও চেষ্টা করে তারা। তিনি আরও বলেন," আমার ভাই আমাকে রক্ষা করতে এলে তার দিকেও বোতল ছুড়ে খুনের চেষ্টা করে অভিযুক্তরা।"
নিজেকে বাঁচাতে নৈশক্লাবের পানশালাতে লুকিয়ে থাকেন ওই মহিলা। সেখানেই সাহায্যের জন্য ১০০ ডায়েল করেন তিনি। তারপর পুলিশের এসে তাকে উদ্ধার করেন। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভারতীয় আইন সংহিতার একাধিক ধারায় মামলা শুরু হয়েছে।তবে এখনও অবধি অভিযুক্তদের গ্রেপ্তার করেনি পুলিশ।

Comments :0

Login to leave a comment