Plane Crash in Brazil's

ব্রাজিলের বিমান দুর্ঘটনায় মৃত ৬২

আন্তর্জাতিক

ব্রাজিলের ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। সাও পাওলো শহরের জনবহুল এলাকায় যাত্রীবাহী বিমানটি ভেঙে পড়ে ৷ ওই বিমানে যাত্রী এবং ক্রু মিলিয়ে মোট ৬২ জন ছিলেন। জানা গেছে বিমানে থাকা ৬২ জনেরই মৃত্যু হয়েছে। রিজিওনাল টার্বোপ্রপ বিমানটি ভেঙে পড়তেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমলকলবাহিনী থেকে শুরু করে মিলিটারি পুলিশ এবং সিভিল ডিফেন্স অথরিটির দল। 
বিমান দুর্ঘটনার ছবি ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভেঙে পড়ে গাছগাছালিতে ভরা এলাকায়। দুর্ঘটনাস্থলের কাছে কিছু বাড়িও রয়েছে। ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। বিমানটি যেখানে ভেঙে পড়েছে সেখানে একটি বাড়িতে  ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ওই বাড়ির বাসিন্দাদের কারও কোনও আঘাত লাগেনি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন প্রায় ৭০ হাজার ফুট থেকে বিমানটি মাত্র ২ মিনিটে মাটিতে আছড়ে পড়ে। 
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা দুর্ঘটনার খবর সরকারিভাবে জানিয়েছেন। তিনি একটি অনুষ্ঠানে ছিলেন। সেখানেই দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সকলকে ১ মিনিট নীরবতা পালন করতে বলেন। এয়ারলাইন ভোয়েপাস সূত্রে খবর, বিমানটিতে ৫৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন ৷ সাও পাওলোর আন্তর্জাতিক বিমানবন্দর গুয়ারুলহোসে নামার কথা ছিল বিমানটির কিন্তু তার আগেই ভিনদেহো শহরে ভেঙে পড়ে বিমানটি।

Comments :0

Login to leave a comment