১২ ঘন্টার প্রতীকি আমরন অনশনে পুরুলিয়ায় চিকিৎসকেরা। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ৯ আগস্ট কর্মরত অবস্থায় জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছিল। তাঁর ন্যায়বিচার এখনও মেলেনি, উপরন্তু রাজ্য সরকারের তরফে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমে শুধুই অসহযোগিতা পেয়েছেন। বাধ্য হয়ে তাঁরা অনশনের রাস্তা বেছে নিয়েছেন। ধর্মতলা চত্বরে ধরনা মঞ্চে এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তাররা অনশনে রয়েছেন। তাঁদের অনশন এই নিয়ে নবম দিনে পা দিল। ১৮৬ ঘন্টা অতিক্রান্ত তবুও নির্বিকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখনও ১০ দফা দাবিতে অনড় অনশনকারী জুনিয়র ডাক্তাররা।
রবিবার আইএমএ সংগঠনের চিকিৎসকেরা পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে কলকাতায় অনশনরত জুনিয়ার চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করেই নিরাপত্তা সহ একাধিক দাবিতে ১২ ঘন্টার আমরণ অনশনে বসলেন। চিকিৎসকদের অভিযোগ যাদের কাছে আবেদন তারা উদাসীন।
গোটা রাজ্যের সাথে জলপাইগুড়িতেও চলছে চিকিৎসক খুন ধর্ষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। মূল অনশনকারীদের আমরণ অনশনকে সমর্থন করে রবিবার সারা রাজ্য ব্যাপী ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশনের উদ্যোগে সব জেলায় প্রতীকী ১২ ঘন্টার অনশন শুরু করেছেন চিকিৎসকরা। জলপাইগুড়িতেও শিল্প সমিতি পাড়া সানাই ভবনের সামনে ডাক্তার বাবুরা অনশনে বসেছেন। বিচারের দাবিতে এই প্রতীকী অনশনে সহমর্মিতা জানাতে,প্রতিবাদ আন্দোলন কে তীব্র করে তুলতে পাশে এসে দাঁড়িয়েছেন জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা। ইতিমধ্যে শহরের দিশারী ক্লাবের মন্ডবের সামনে পুলিশের হাতে নিগৃহীত হয়েছেন প্রতিবাদী মহিলারা পোস্টার ছেঁড়া হয়েছে প্রতিবাদীদের।
অনসন মঞ্চে উপস্থিত জলপাইগুড়ির বিশিষ্ট চিকিৎসক পান্থ দাশগুপ্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, গোটা রাজ্যে যে থ্রেট কালচার চলছে ২০১২ পরবর্তী সময়ে জলপাইগুড়িতে এই থ্রেট কালচারের কারণে বহু সরকরী চিকিৎসক ডাক্তার বাবু চাকরি ছাড়তে বাধ্য হয়েছিল। আজ চিকিৎসকদের পরীক্ষায় পাশ করতে টাকা দিতে হচ্ছে। এহেন পরিস্থিতি একদিনে হয়নি।
এদিন সকালে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে সকাল সকাল জড়ো হয়ে অনশনে বসেছেন ডাক্তারবাবুরা চলছে প্রতিবাদ।
Comments :0