বলতে পারো — অমল কর — নতুনপাতা — উত্তর : ২০ নভেম্বর ২০২৫, বর্ষ ৩
জিজ্ঞাসা
১. FIFA আয়োজিত ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে মোট কতগুলো দল খেলবে? এবার বল-এর নাম কি?
২. পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালডো আন্তর্জাতিক ফুটবলে পেনাল্টি কিকে মোট কতগুলো গোল মিসড করেন?
৩. কবে কোথায় প্রতিষ্ঠিত হয় ভারতের কমিউনিস্ট পার্টি? কারা ছিলেন প্রতিষ্ঠাতা?
৪. ভারতের স্বাধীনতা আন্দোলনে অনশনে কারা শহিদের মৃত্যুবরণ করেন?
৫. ২০২৫ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য কত?
৬. কবে কোথায় প্রথম ভারতের অস্থায়ী স্বাধীন আজাদ হিন্দ সরকার গঠিত হয়?
জিজ্ঞাসা
১. FIFA আয়োজিত ২০২৬ (শুরু ১১ ই জুন)বিশ্বকাপ ফুটবলে মোট ৪৮ দল খেলবে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর মাঠে। অ্যাডিডাস কোম্পানি নির্মিত TRIONDA ( TRI মানে তিন, ONDA মানে ঢেউ) বলে এবার খেলা হবে।
২. পর্তুগাল দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালডো আন্তর্জাতিক ফুটবলে মোট ২১৩ টি পেনাল্টি শট মেরে ৩৬ টি মিসড করেন।
৩. ১৯২০ সালের ১৭ ই অক্টোবর রাশিয়ার তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাতা সাত সদস্য হলেন: মানবেন্দ্র রায়, এভেলিনা ট্রেন্ট রায়,অবনী মুখার্জি, রোজা ফিটিংহফ,মুহম্মদ আলী, মুহাম্মদ শফিক সিদ্দিকী (সম্পাদক), এম প্রতিবাদী আচার্য বা মান্ডায়াম পার্থসারথি তিরুমালাই আচার্য।
৪. ভারতের স্বাধীনতা আন্দোলনে অনশনে শহিদ হন যতীন্দ্রনাথ দাস, মহাবীর সিং, মোহিতমোহন মৈত্র, মোহনকিশোর নমোদাস, মহেন্দ্রলাল বিশ্বাস,হরেন্দ্র মুন্সি, অনিলকুমার দাস, মনীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও পণ্ডিতরাম রক্ষা।
৫. ২০২৫ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য ১.২ মিলিয়ন ডলার (১কোটি ২০ লক্ষ সুইডিশ ক্রোনা)।
৬. সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র বসু-র নেতৃত্বে ২১/১০/১৯৪৩ তারিখে ভারতের প্রথম অস্থায়ী স্বাধীন সরকার (আজাদ হিন্দ সরকার) গঠিত হয় যার রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী ও যুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে নেতাজি শপথ গ্রহণ করেন। জাপান জার্মানি ইতালি সহ ৯টি রাষ্ট্র আন্তর্জাতিক স্বীকৃতি দেয়।
Comments :0