বলতে পারো — অমল কর — নতুনপাতা — উত্তর : ৪ ডিসেম্বর ২০২৫, বর্ষ ৩
জিজ্ঞাসা
১. ২০২৫ সালে দৃষ্টিপ্রতিবন্ধীদের (visually impaired ) টি-২০ মহিলা বিশ্বকাপ ক্রিকেটে কোন দল বিজয়ী ?
২. ২০২৫ সালে অষ্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে কে বিজয়ী?
৩. কিউবা বিপ্লবের মহানায়ক ফিদেল কাস্ত্রো সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।
৪. 'কাজলাদিদি' খ্যাত কবি যতীন্দ্রমোহন বাগচী সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।
৫. কৌটিল্য, দীপঙ্কর অতীশ এবং তানসেন-এর আসল নাম কি?
৬. বাংলা ভাষায় ব্যবহৃত কয়েকটি তুর্কি শব্দের উদাহরণ দাও।
জিজ্ঞাসা
১. ২০২৫ সালে দৃষ্টিপ্রতিবন্ধী (visually impaired ) মহিলাদের টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত চ্যাম্পিয়ন হয় নেপালকে ৭ উইকেটে হারিয়ে। লিগ ম্যাচে ভারত শ্রীলঙ্কাকে ১০ উইঃ, অষ্ট্রেলিয়াকে ২০৯ রানে, নেপালকে ৮৫ রানে, আমেরিকাকে ১০ উইঃ, পাকিস্তানকে ৮ উইঃ এবং সেমি ফাইনালে অষ্ট্রেলিয়াকে ৯ উইকেটে পরাস্ত করে।
২. ভারতের লক্ষ্য সেন সিডনিতে ২০২৫ সালে অষ্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে ফাইনালে জাপানের ইয়ুশি তানাকাকে ২১-১৫,২১-১১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন। তিনি ২০১৭ সালেও এই ট্রফি জয়ী এবং কানাডা ওপেন জয়ী ২০২২ সালে।
৩. মার্কসবাদ বীক্ষায় দীক্ষিত কমিউনিস্ট, সমাজতান্ত্রিক আন্দোলনের প্রাগ্ৰসর ব্যক্তিত্ব, কিউবা বিপ্লবের মহানায়ক ফিদেল কাস্ত্রো ১৯৫৯ সালে কিউবার প্রধানমন্ত্রী ও ১৯৭৬ থেকে রাষ্ট্রপতি, কিউবা বিরোধী ১১ জন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে সংগ্রামী শাসক ছিলেন।
৪. 'কাজলাদিদি' কবিতা খ্যাত কবি যতীন্দ্রমোহন বাগচী ( জন্ম ২৭/১১/১৮৭৮) ছিলেন পূর্বাচল,মানসী ও যমুনা পত্রিকার সম্পাদক। লেখা,রেখা,জাগরণী ইত্যাকার ১২ টি কাব্যগ্রন্থ ও ১ টি গদ্যগ্ৰন্থ প্রণেতা।'লেখা' গ্ৰন্থটি উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে।
৫. কৌটিল্য-র আসল নাম বিষ্ণু গুপ্ত, দীপঙ্কর অতীশ - এর আসল নাম চন্দ্রগর্ভ এবং তানসেন-এর আসল নাম রামতনু পান্ডে।
৬. নিম্নোক্ত কয়েকটি তুর্কি শব্দ কালক্রমে বাংলাভাষায় ব্যবহৃত হচ্ছে : কাঁচি,চাকর, চাকরানি, চাকু,তোপ, বন্দুক, বাহাদুর।
Comments :0