RG KOR PROTEST

জনধ্বনি যাদবপুরে

রাজ্য

শেষ কবে কলকাতা এই ধরনের প্রতিবাদ দেখেছে অনেকেই সেটা মনে করতে পারছে না। স্বাধীনতা দিবসের আগে একটাই দাবিতে উত্তাল গোটা রাজ্য, চাই নারী নিরাপত্তা, চাই বিচার। We want justice ধ্বনিতে কাঁপছে গোটা শহর। বাদ যাচ্ছেনা যাদবপুর। আরজি কর ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন মহিলারা। 


যাদবপুরে রাত ১১ টা থেকে ভিড় জমাতে থাকেন মহিলারা। সব বয়সের মহিলারা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চলছে স্লোগান। দাবি উঠছে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে, আরজি কর কাণ্ডে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে, তার সাথে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন