আর জি কর হাসপাতালে কর্মরত মহিলা পিজিটি চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুনের প্রতিবাদে শহরের রাজপথে বিশিষ্ট ব্যক্তিরা। পাশবিক অত্যাচারের পর মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্যের সঙ্গে গোটা দেশ। সেই সঙ্গে আরজি করের ঘটনার তদন্ত কোন পথে তা নিয়েও আশঙ্কা। সেই আবহেই স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের দাবি সহ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কলেজ স্কোয়ারের সামনে থেকে নাগরিক মিছিল শুরু হয় ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে মিছিল শেষ হবে। মিছিলে প্রশ্ন উঠেছে নারীদের নিরাপত্তা নিয়ে। নাগরিক মিছিলের সমর্থনে এগিয়ে এসেছে বামফ্রন্ট। মিছিলে হাজির হয়েচেন আব্দুল মান্নান, বামফ্রন্ট সভাপতি বিমান বসু, সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ি, শ্রীদীপ ভট্টাচার্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আভাষ রায়চৌধুরী, রামচন্দ্র ডোম সহ বামফ্রন্টের নেতৃবৃন্দ। রয়েছেন কংগ্রের একাধিক নেতৃবৃন্দ।
মিছিল থেকে স্লোগান উঠে মেয়েদের জন্য নিরাপদ রাজ্য চাই, ধর্ষকদের জন্য নয়। আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে গান, স্লোগানেই সোচ্চার কলেজ স্ট্রিট চত্তর। এদিন বিকেল ৫টা ২০ মিনট নাগাদ ভিক্টোরিয়া হাউসের সামনে পথ অবরোধ ছাত্রদের। আর জি করে নৃশংস খুনের ঘটনায় কলকাতা হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। তবুও প্রতিবাদ-বিক্ষোভ থামছে না। ঘটনার দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগের দাবিতে শহরের রাজপথে বিশিষ্ট ব্যক্তিরা।
Citizens Rally
গানে, স্লোগানে সোচ্চার রাজপথ
×
Comments :0