বন্যার জল ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। উত্তরবঙ্গের পাশে থাকতে এবার পথে নামলো এসএফআই। এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফে তিন দিনব্যাপী গোটা রাজ্য জুড়ে অর্থ সংগ্রহের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার ধর্মতলায় কেন্দ্রীয় অর্থ সংগ্রহের করল তারা।
গত ৫ অক্টোবর অত্যন্ত ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গের অধিকাংশ জায়গা। বন্যা পরিস্থিতি, কোথাও ধস, কোথাও আবার লোকালয়ে ঢুকে পড়েছে নদীর জল। জনজীবন বিপন্ন হয়ে ওঠে। ঘটনার পর থেকেই স্থানীয় এসএফআই ডিআইএফআই ও রেড ভলেন্টিয়ার্সরা নেমে পড়ে উদ্ধার কাজে। মানুষের পাশে গিয়ে দাঁড়ায় তারা। গত মঙ্গলবারই কলকাতা থেকে ত্রাণ নিয়ে রওনা হয় এসএফআই। দার্জিলিঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার চারটি জেলায় চারটি আলাদা টিম করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় তারা।
অত্যন্ত ভারী বৃষ্টির পর থেকে উত্তরবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। মানুষের ঘরবাড়ি, পোশাক, আসবাবপত্র সবই ভেসে গিয়েছে জলে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর। বর্তমানে উত্তরবঙ্গের মানুষের প্রয়োজন কম্বল ও শীতের পোশাক সেই চাহিদার কথা জানতে পেরে এসএফআই পথে নেবে অর্থ সংগ্রহ করছে। এসএফআই'র রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, "উত্তরবঙ্গের মানুষ আজ অসহায়। রাজ্য সরকার সঠিকভাবে তাদের পদক্ষেপ গ্রহণ করছে না। স্থানীয় বিজেপি বিধায়ক সাংসদদের দেখা নেই। এসএফআই প্রথম দিন থেকেই উত্তরবঙ্গের দুর্গত মানুষের পাশে থেকেছে। গোটা রাজ্যের ছাত্ররা শিক্ষক অভিভাবক শিক্ষানুরাগী মানুষ এসএফআইকে ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করেছে। আমরা সেই স্থান পৌঁছে দিয়েছি দুর্গত মানুষের কাছে।"
উল্লেখ্য, মালদহের ভূতনির চরে দীর্ঘ ৬ মাস ধরে নিয়মিত গঙ্গা ভাঙ্গনের মুখে পড়েছে। ঘর ছাড়া হয়েছে বহু মানুষ। মঙ্গলবার সেই ভাঙ্গন বিধ্বস্ত ভুতনি এলাকায় প্রাণ পৌঁছে দেবে এসএফআই। এছাড়াও উত্তরবঙ্গের চারা জেলায় বুধবার মেডিকেল টিম পাঠাচ্ছে তারা।
Comments :0