SIR West Bengal

এক কোটিরও বেশি ভোটারকে ফর্ম বিলি

রাজ্য

মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়েছে। বিএলও’রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন। তাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত বিএলএ’রা। ৪ ডিসেম্বর পর্যন্ত এই পর্বের কাজ চলবে।
এরাজ্যে ৮০ হাজার ৬৮১ বুথের প্রতিটি বাড়িতে পৌঁছা দেবেন এনুমারেশন ফর্ম। প্রতিটি ভোটারকে দু’টি করে ‘এনুমারেশন ফরম’ দেবেন বিএলওরা।  নির্বাচন কমিশন সূত্রে খবর, এরাজ্যে বুধবার রাত ৮টা পর্যন্ত ১ কোটি ১০ লক্ষেরও বেশি ‘এনুমারেশন ফরম বিলি করা হয়েছে গোটা রাজ্যে।
এরাজ্যে চলতি এসআইআর-এ সমস্ত যোগ্য ভোটারের নাম তালিকায় তোলার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। সেইমতো মঙ্গলবার থেকেই এনুমারেশন ফরম নিয়ে ভোটারের দুয়ারে যাচ্ছেন বিএলও। 
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বলেছে, কোনও বৈধ ভোটারই যাতে নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত না হন তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 
কমিশন সূত্রে জানা গিয়েছে, এরাজ্যে ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন ভোটারকে এনুমারেশন ফরম দেওয়া হবে। ফরম ছাপানোর কাজ ৯৯ শতাংশ সম্পূর্ণ হয়ে গিয়েছে।

Comments :0

Login to leave a comment