SIR Camp

এসআইআর সহায়তা শিবির ধূপগুড়ির বারঘড়িয়ায়

জেলা

এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৃণমূল বিজেপির দুই দলের মিথ্যা প্রচারের কারণে অযথা  আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে গ্রামগঞ্জ সহ সর্বত্র প্রান্তিক মানুষের মধ্যে। এই আবহ কাটাতে প্রচারে এবং সহায়তা  শিবির চালু করল সিপিআই(এম) ধূপগুড়ি দক্ষিন পূর্ব এরিয়া কমিটির  বারঘরিয়া গ্রামপঞ্চায়েতের প্রধান পাড়া শাখা। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই শিবিরে শতাধিক মানুষ আসেন তাদের বিভিন্ন জিজ্ঞাস্য নিয়ে। সিপিআই(এম) কর্মীরা তাঁদের সব প্রশ্নের উত্তর দিয়ে আশ্বস্ত করে আবেদন জানান অহেতুক আতঙ্কিত  হবেন না। রেল স্টেশন লাগোয়া প্রধান পাড়া গ্রামের এই শিবিরের  নেতৃত্ব দেন সাহরুপ আলম রুস্তম আলী প্রমুখ। পার্টি  কর্মীরা জানান এদিন ৬০ জন মানুষের আবেদন ভরে দেওয়া হয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকার মানুষরা এসে এসআইআর বিষয় নিয়ে জানতে চান গ্রামের অধিকাংশ পরিবার রেলের মুটিয়া মজুর দিনমজুর এবং ক্ষুদ্র কৃষক। সাহরুপ আলম জানান আমরা এই শিবিরের  মাধ্যমে গ্রামের মানুষকে প্রকৃত বিষয় তুলে ধরছি এবং এই শিবির থেকে সব ধরনের সহায়তা করে যাব।

Comments :0

Login to leave a comment