এসআইআর আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা দিনহাটার এক ব্যক্তির। তাঁর নাম খাইরুল সেখ(৭০)। কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বুড়িরহাট ২নং গ্রাম পঞ্চায়েতের জিতপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে এস আই আর আতঙ্কের জন্যই তিনি বিষ পান করেছেন।
জানা যায়, তাঁর নামের বানানের ভুল থাকার কারণে আতঙ্ক ঘিরে ধরেছিল তাঁকে। অভিযোগ বিভিন্ন মহল থেকে তাঁকে বলা হচ্ছিল যে ভোটার তালিকায় নাম ভুল থাকলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে তাকে। এই পরিস্থিতিতে তীব্র দুশ্চিন্তা ঘিরে ধরেছিল তাকে। আর তাই রীতিমত ভীতসন্ত্রস্ত এই বৃদ্ধ এদিন দুপুর নাগাদ নিজের বাড়িতে থাকা ঘাস মারার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপরই তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালে। সেখানে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁর উন্নত চিকিৎসার জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে ও হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে এখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।
চিকিৎসাধীন খাইরুল সেখ জানান, তাঁর নাম খাইরুল শেখ। ভোটের সচিত্র পরিচয় পত্রেও তার নাম রয়েছে খাইরুল সেখ। অথচ ২০০২সালের ভোটার তালিকায় এই খাইরুল শেখের নাম লিপিবদ্ধ রয়েছে খয়রু সেখ। নামের বানানের এই ভুলের জন্যই আতঙ্ক ঘিরে ধরেছে তাঁকে। আর এই কারণেই এই আত্মহত্যার পথ বেছে নিতে গিয়েছিলেন তিনি।
Fear of SIR
এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা দিনহাটায়
×
Comments :0