suryakumar yadav

সূর্যকুমারকে শাস্তি আইসিসির, কাটা গেলো ম্যাচ ফি

খেলা

ভারত পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে শাস্তি দিলো আইসিসি। এশিয়া কাপে গ্রুপ স্তরের ম্যাচে পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার সাথে সৌজন্য বিনিময় করে হ্যান্ডশেক করেননি সূর্য। সাংবাদিক বৈঠকে তিনি এই ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেছিলেন পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় নিহতের পরিবারের সাথে রয়েছি। এই বক্তব্যের জন্য আইসিসির কাছে অভিযোগ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারই পরিপ্রেক্ষিতে ম্য়াচ ফি'র ৩০ শতাংশ কেটে নেওয়া হল সূর্যকুমার যাদবের।

অন্যদিকে সুপার ৪’এ ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালীন হারিস রাউফ‌‌‌ এবং সাহেবজাদা ফারহানের বিরুদ্ধে উস্কানিমূলক আচরণের অভিযোগ আনা হয়েছিল। সেই ঘটনায় আইসিসি  হারিস রাউফ‌‌ফের ম্য়াচ ফি'র ৩০ শতাংশ টাকা জরিমানা করেছে। কিন্তু পাকিস্তানের ব্যাটার সাহেবজাদা ফারহানকে সতর্ক করেছে আইসিসি।  

Comments :0

Login to leave a comment