পূজা বোস: পলাশি
'কেন বিচার দিচ্ছেন না ?' - বাংলা বাঁচাও যাত্রার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন ছুঁড়লেন তামান্নার মা।
'আজ বেঁচে থাকলে আমার মেয়েও বড় হয়ে মীনাক্ষীদের মতো অধিকারের লড়াইয়ে থাকত। কালীগঞ্জ উপনির্বাচনে গণনার দিনে তৃণমূলের বাহিনীর ছোঁড়া বোমায় নিহত হয়েছিল ফুটফুটে তামান্না। তখনও তাঁর বাড়িতে গিয়েছিলেন সিপিআই(এম) নেতৃবৃন্দ। হয়েছিল তীব্র প্রতিবাদ। কিন্তু সব অপরাধীকে গ্রেপ্তার করেনি মমতা ব্যানার্জির পুলিশ।
বৃহস্পতিবার পলাশি রেল স্টেশনের কাছে সভায় নিজের যন্ত্রণার পাশাপাশি লড়াইয়েরও কথা বললেন সেই তামান্নার মা। পাশাপাশি, মুখ্যমন্ত্রী কেন এখনো তার মেয়ের মৃত্যুর বিচার দিতে পারলেন না সেই প্রশ্নও তিনি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে ছুঁড়ে দেন ওই মঞ্চ থেকে।
তামান্না'র মা বলেন, "পাঁচ মাস আগেও আমার এখানে থাকার কথা ছিল না। তৃণমূলের লোকেরা আমাকে বাধ্য করেছে এখানে আসতে। গোটা পশ্চিমবঙ্গের জায়গায় জায়গায় মুখ্যমন্ত্রী ও তাঁর দলের লোকের জন্য জায়গা রয়েছে। কিন্তু আমার ৯ বছরের মেয়ের এই রাজ্যে থাকার জন্য একটু জায়গা হলো না। টিএমসি’র গুন্ডারা ওকে মেরে দিল। অন্য কেউ হলে ওই অবস্থায় সন্তানকে দেখে সংজ্ঞাহীন হয়ে পড়ত। কিন্তু আমি ওই অবস্থায় দাঁড়িয়েই আমার মেয়ের রক্ত ছুঁয়ে শপথ করেছিলাম আর কোন তামান্না যেন তার মায়ের কোল খালি করে হারিয়ে না যায়। তাই আমি বিচার চাই। ছয় মাস হয়ে গেল তবুও পুলিশ কোন ব্যবস্থা নিল না। পুলিশ তদন্তে গাফিলতি করছে। তবুও বিচারের জন্য লড়াই আমি চালিয়েই যাব। বাংলার সব মায়েদের দেখাতে চাই আর কোন মেয়ে তার মায়ের কোল ছেড়ে চলে যাবে না ।
তিনি আরোও বলেন, আজ মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরে এসেছেন ‘বাংলা বাঁচাও যাত্রা’-র মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে বলছি আমার মেয়ের মৃত্যুর বিচার কেন দিচ্ছেন না?
উল্লেখ্য, কালীগঞ্জ উপনির্বাচনে বড় চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দি গ্রামের চারটি বুথে এক হাজারের বেশি ভোট পেয়েছিলেন বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী। তৃণমূলীদের বোমায় খুন হওয়া ১০ বছরের ছোট্ট তামান্না খাতুনের বাড়ি যে বুথে, সেখানে বামফ্রন্ট সমর্থিত প্রার্থী ২৮১টি ভোট পেয়েছিলেন। তামান্নার বাবা পরিযায়ী শ্রমিক। কোনও স্বতঃস্ফূর্ত বিজয় মিছিল থেকে হামলা, বোমাবাজির ঘটনা নয়। ছোট্ট তামান্না খাতুনের বাড়িতে তৃণমূলের নৃশংসতা, বোমা মেরে শিশুকন্যাকে খুনের ঘটনা একেবারেই পরিকল্পিত। গোটা রাজ্যজুড়েই উগ্র দখলদারি, একাধিপত্যের যে নেশা শাসক দলকে গ্রাস করেছে তারই নয়া নজির মোলান্দি।
গত পঞ্চায়েত নির্বাচনের আগেও এই মোলান্দির ২০০ জন সিপিআই(এম) কর্মীকে ঘরছাড়া করা হয়। তারপরেও এই মোলান্দি পঞ্চায়েতে পাঁচটির মধ্যে দু’টিতে সিপিআই(এম) জিতেছিল।
Comments :0