Flight Emergency Landing

বাগডোগরায় বিমানের জরুরি অবতরণ

রাজ্য

বাগডোগরা বিমান বন্দর থেকে টেক অফের পরে বিমানে যান্ত্রিক গোলযোগের কারণে ফিরে আসতে হলো স্পাইস জেটের ৮১৯৯বিমানটিকে। যদিও বিমান যাত্রীরা নিরাপদেই রয়েছেন। জানা গেছে, মঙ্গলবার সকাল ৮.৪৪ মিনিটে ১৬০ জন যাত্রী নিয়ে বাগডোগরা বিমান বন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যায় বিমানটি। টেক অফের ১২মিনিটের পর পাইলট যান্ত্রিক ত্রুটির বিষয়টি বুঝতে পেরে জরুরী অবতরণের সিদ্ধান্ত নেন। এরপরেই বিমানটি ফেরৎ নিয়ে আসা হয় বাগডোগরা বিমান বন্দরে। বিমানবন্দরের রানওয়েতে বিমানের ত্রুটি মেরামতির কাজ চলছে। বিমান যাত্রীদের প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন। তাদের বিমানবন্দরে অপেক্ষার জন্য বলা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানা যায়, বিমানের ত্রুটি সারাতে অনেকটাই রাত হয়ে যাবে। যাত্রীদের মধ্যে যাদের খুব জরুরী কাজে দিল্লি যাবার কথা রয়েছে তারা অন্য বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বহু যাত্রী বিমানবন্দরেই বিমানের ত্রুটিমুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন। যদি রাতের মধ্যে বিমানের ত্রুটি মেরামতি করা না যায় সেক্ষেত্রে বিকল্প বিমানে বাকি যাত্রীদের দিল্লির উদ্দেশ্যে রওনা করানো হবে।

Comments :0

Login to leave a comment