Anemic issue

জাতীয় সমীক্ষায় বাদ রক্তাল্পতা, প্রতিবাদ মহিলা সমিতির

জাতীয়

মহিলাদের ৬৭ শতাংশ আক্রান্ত, শিশুদের ক্ষেত্রে হার ৫৭ শতাংশ। রক্তাল্পতা দেশে কঠিন সমস্যা, ধরা পড়েছে আগেই। তবু জাতীয় স্বাস্থ্য সমীক্ষায় বাদ রক্তাল্পতার হিসেব। 

কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। গভীর উদ্বেগ জানিয়েছেন সংগঠনের সভাপতি পিকে শ্রীমতী ও সাধারণ সম্পাদক মারিয়াম ধাওলে। আগের সমীক্ষা দেখিয়েছিল রক্তাল্পতার প্রভাব বেশি রয়েছে গুজরাট ও পশ্চিমবঙ্গে। মহিলা সমিতি বলেছে, জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষায় জেলাস্তর থেকে আলাদা করে সমস্যা বোঝা যায়। আর রক্তাল্পতা এমন সমস্যা যার কারণে মাতৃত্বকালীন মৃত্যু হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাকে সমীক্ষা থেকে বাদ দেওয়া অনুচিত। জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা-৬, শুরু করবে কেন্দ্র। 

Comments :0

Login to leave a comment