উত্তর দিনাজপুরের ৯টি বিধানসভা ক্ষেত্রেই ২০১৯’র তুলনায় কম ভোট পড়ছে। দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার তুলনা করে এই ছবি দেখা যাচ্ছে।
এই জেলায় দার্জিলিঙ লোকসভার মধ্যে পড়ছে চোপড়া। আবার একাধিক বিধানসভা কেন্দ্র পড়ছে রায়গঞ্জ লোকসভা আসনের মধ্যে।
চোপড়ায় ২০১৯’র লোকসভায় দুপুর ১টা পর্যন্ত ৫০.৪১ শতাংশ ভোট পড়েছিল, এবার পড়েছে ৫০.১২ শতাংশ। ইসলামপুরে ৫২.২৬ শতাংশ থাকলেও এবার ৪৬.৫০ শতাংশ। গোয়ালপোখোরে ৫১.৩৫ শতাংশ থেকে এবার ৪৫.৯০ শতাংশ, চাকুলিয়ায় ৫০.৭৪ শতাংশ থেকে এবার ৪৫.৭৯ শতাংশ।
প্রায় একই ছবি বেলা একটা পর্যন্ত ভোটদানের হিসেবে দেখা যাচ্ছে করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এবং ইটাহার বিধানসভায়। প্রথম দফার ভোটে রাজ্যের তিন কেন্দ্র- জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে প্রায় ৩ শতাংশ ভোট কমেছে। বস্তুত সারা দেশেই কম ভোটের হার দেখা গিয়েছে প্রথম দফায়।
শুক্রবার দেশে চলছে দ্বিতীয় দফার ভোট। এই দফায় রাজ্যের দার্জিলিঙ, রায়গঞ্জ এবং বালুরঘাট কেন্দ্রে চলছে ভোট।
Vote U Dinajpur 1PM
ভোটদানের হার কমছে উত্তর দিনাজপুরে

×
মন্তব্যসমূহ :0