umar khalid

বিনা বিচারে বন্দি উমর খালিদের ১৪ দিনের প্যারোল

জাতীয়

উমর খালিদকে ১৪ দিনের জন্য প্যারোলে মুক্তি দিল দিল্লির আদালত। জেএনইউ’র এই প্রাক্তন ছাত্রনেতাকে বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।  
অতিরিক্ত দায়রা বিচারপতি সমীর বাজপায়ী উমর খালিদের প্যারোলের আবেদন মঞ্জুর করেন। বিচারক খালিদকে ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড জামিন দিয়েছেন।
আদালত নির্দেশ দিয়েছে যে প্যারোলে মুক্ত থাকার সময় উমর সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র তাঁর পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এবং বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবেন। বিয়ের অনুষ্ঠান যেখানে হবে কেবল সেখানেই থাকতে পারবেন। ২৯ ডিসেম্বর সন্ধ্যায় ফের জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণের করতে হবে খালিদকে। 
২০২০ সালের দিল্লি দাঙ্গার পিছনে বৃহত্তর ষড়যন্ত্রের মামলায় খালিদকে গ্রেপ্তার করা হয়। কঠোর আইন ইউএপিএ-তে অভিযুক্ত করা হয়েছে তাঁকে। কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হয়নি। প্রায় পাঁচ বছর ধরে বিনা বিচারে তাঁকে জেলে আটক করে রাখা হয়েছে। এখনও পর্যন্ত ওই মামলার বিচার প্রক্রিয়া শুরু করা হয়নি। তাঁর জামিনের একাধিক আবেদন খারিজ হয়েছে আদালতে। এখন এই মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন। 
উল্লেখ্য, ২০২০’র দিল্লি সাম্প্রদায়িক হিংসায় বিজেপি’র একাধিক নেতাকে প্রকাশ্যে হিংসায় উসকানি দিয়ে বক্তব্য রাখতে শোনা গিয়েছিল। তাঁদের কারও বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপের দিকে এগোয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ। উমর খালিদের এই বন্দিত্ব এবং জামিনের আবেদন খারিজের ঘটনা বিচারব্যবস্থাকেও বিভিন্ন সময়ে প্রশ্নের মুখে ফেলেছে।

Comments :0

Login to leave a comment