SSC protest

বাড়াতে হবে শূন্যপদ, বিকাশ ভবন অভিযান চাকরিপ্রার্থীদের

রাজ্য কলকাতা

এসএসসি'র শূন্যপদ বাড়ানোর জন্য বিকাশ ভবন অভিযান করলেন প্রথমবারের পরীক্ষার্থীরা। করুণাময়ী থেকে এসএসসি ভবন অভিযান করলেন তাঁরা। 
এছাড়াও ২০২৩ টেট পরীক্ষার্থীরাও ফল প্রকাশের দাবিতে মিছিল করেন এদিন।
প্রায় ৯ বছর আগে হয়েছিল এসএসসি পরীক্ষা। নিয়োগ দুর্নীতির কারণে সেই প্যানেল বাতিল হয় আদালতে। আদালতের নির্দেশেই নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে চলতি মাসে। 
এসএসসি জানিয়েছে মোট ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদে নিয়োগ হবে। নবম-দশমে ২৩ হাজার ২১২টি শূন্যপদের নিয়োগ হবে এবং একাদশ-দ্বাদশে ১২ হাজার ৫১৪টি শূন্যপদ হবে। কিন্তু এই পদের সংখ্যা নিয়ে সন্তুষ্ট নন নতুন পরীক্ষার্থীরা।  
২০১৬ সালের এসএসসি গোটা প্যানেল বাতিল হয়েছে। ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষা হয়েছে এসএসসি'র। এদিন বিক্ষোভকারীরা বলেছেন, চাকরি হারা শিক্ষকরাও এই পরীক্ষায় অংশ নিয়েছেন। এসএসসি’র বিধিতে জানিয়েছিল বাড়তি তাঁদের ১০ নম্বরের ব্যবস্থা রয়েছে। এই বাড়তি নম্বর চাকরির পাওয়ার ক্ষেত্রে তাঁদের বাড়তি সুবিধা হবে বলে অভিযোগ করছেন এবছরের যারা প্রথম পরীক্ষা দিলেন তাঁরা। উল্লেখ্য, 
পাঁচদফা দাবি নিয়ে শুক্রবার এসএসসি অভিযান হয়। এসএসসি পরীক্ষার্থীরা দাবি করেন, ১ লক্ষ শূন্যপদে নিয়োগ করতে হবে, স্বচ্ছ ভাবে নিয়োগ করতে হবে এছাড়াও ইন্টারভিয়ের সময় ভিডিওগ্রাফি করে হয়। এসএসসির চেয়ারম্যানের সাথে বৈঠকও করেন তাঁরা। সিদ্ধার্থ মজুমদার চাকরিপ্রার্থীদের জানিয়েছেন, "১লক্ষ শূন্যপদ আমার হাতে নেই। শূন্যপদ সরকার ঠিক করে। এটা আমার হাতে নেই।"
এছাড়াও তিনি বলেছেন যে চেষ্টা করবেন যাতে ইন্টারভিউয়ের সময় ভিডিওগ্রাফি করা যায় স্বচ্ছতা রাখার জন্য। প্রথমবার এসএসসি পরীক্ষা দেওয়া চাকরিপ্রার্থীরা বৈঠকের পর বলেছেন যে চেয়া ম্যানের কোনও ক্ষমতা নেই শূন্যপদ বাড়ানোর। একমাত্র মুখ্যমন্ত্রী পারেন শূন্যপদ বাড়াতে।  
চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন আগামীতে তাঁরা শিক্ষা দপ্তর ও সরকারের কাছে আরজি জানাবো। প্রয়োজনে আন্দোলনের পথে যাবো। তাঁরা আবেদন করেছেন সকল পরীক্ষার্থীদের কাছে যাতে শূন্যপদ বাড়ে তার জন্য প্রয়োজনে আন্দোলনের পথে যেতে।

Comments :0

Login to leave a comment